ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বিধায়কের সঙ্গে অমানবিক আচরণের তীব্র নিন্দা

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ২৩ ১১ ০৪  

বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী

বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী

বিধায়কের সঙ্গে অমানবিক আচরণের তীব্র নিন্দা ছাত্র সংগঠন বিএসওয়াইএফ।

নিজ জিলায় সরকারি অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে অমানবিক আচরণের জন্য জিলা প্রশাসন এবং গেরুয়া বাহিনীর অকর্মণ্য মন্ত্রী কে দায়ী করল ছাত্র সংগঠন বিএসওয়াইএফ।
    এক বিবৃতিতে ছাত্র নেতা আলী হোসেন মীরা বলেন, অকর্মণ্য শিক্ষা মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের ভয় ছিল যদি বক্তব্যে উঠে বিগত দিনের শিক্ষা বিভাগের দুর্নীতি নিয়ে মুখ খুললেন স্হানীয় বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী , তবে কি জবাব দেবে, এটাই ছিল তাহার প্রধান ভয়, অন্যথায় তাহার মনে রাখা প্রয়োজন ছিল যে, প্রথমে তিনিও একজন বিধায়ক,পরে একজন অকর্মন্য মন্ত্রী।
     বর্তমান আসাম সরকারে একজনও আদর্শ বিধায়ক বা কর্মীমন্ত্রী নেই সবাই সাম্প্রদায়িক এবং অকর্মণ্য মন্ত্রী বলে দাবি করেন ছাত্র নেতা আলী হোসেন মীরা। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম মেহবুব লস্কর দাবি করে বলেন, এই ঘটনার পিছনে রয়েছে বিরাট ষড়যন্ত্র, যে কোন দলের হোক স্হানীয় বিধায়কদের অসম্মান অর্থাৎ সমস্ত জেলাবাসীকে অসম্মান করা, তাই প্রথম এর জন্য দায়ী আয়োজক কমিটি, তাই দীক্ষার জানাই আয়োজক সহ অকর্মণ্য মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যকে। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে একান্ত দাবি যে, যদি ভবিষ্যতে মাননীয় জিলা উপায়ুক্ত কোন কাজে বাহিরে যেতে হয়, তবে একজন উপযুক্ত মানুষকে উনার দায়িত্ব দিয়ে যাওয়ার জন্য, এবং এই বিষয়ের আসল রহস্য কি,তার পূর্ণ তদন্তের জন্য মাননীয় জিলা উপায়ুক্ত কীর্তি জাল্লী মহোদয়ার শরণাপন্ন হবে ছাত্র সংগঠন বি এস ওয়াই এফ।
এদিকে আলগাপুরের বিধায়ক কে অসম্মান করার জন্য আগামী কাল মুখ্যমন্ত্রীকে সরাসরী নালিশ জানাবেন বরাক ভ্যালি সুরক্ষা  সংস্থার সভাপতি মুজিবুর রহমান চৌধুরী।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর