ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সরকারি সাহায্য পাইনি, খুব কষ্টের সঙ্গে জীবন যাপন করতে হচ্ছে

ইনামূল ভূঁইয়া, বাঁকুড়া

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০ ২১ ০৯ ৩৮  

বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের কল্লাইয়া গ্রামের বেশিরভাগ পরিবারের কাছে পৌঁছোয়নি কোনো রকম সরকারি সাহায্য। তাদের বাড়ি  বাঁশ ও কাদা মাটি দিয়ে তৈরি।এই করোনা ভাইরাস ও লকডাউনের জেরে তাদের অবস্থা একেবারে নাজেহাল।কারো বাড়ি ভেঙে পড়েছে আবার কেউ কেউ অন্ন, বস্ত্র অভাবে ভুগছে।"কোনো রাজনৈতিক দল কি আপনাদের সাহায্য করেছে"? প্রশ্ন তুলতেই বেরিয়ে এলো একরাশ বাস্তবতা , কল্লাইয়া নিবাসী হারাধন দিগার যিনি একজন হ্যান্ডিকাপ তিনি বললেন - আমরা এখনো কোনো সরকারি সাহায্য পাইনি, খুব কষ্টের সঙ্গে জীবন যাপন করতে হচ্ছে , শারীরিক সমস্যার কারণে আমায় মাসিক ছয়শত টাকা দেওয়া হয়, বাড়িতে আমরা চারজন আছি।" অনেক বাড়ি দেখার পর নজরে এলো ফাটা ও ভাঙা বাড়ি, ত্রিপল দিয়ে ঘিরে রেখেছেন প্রকৃতির আজব খেলা থেকে। সাহায্য পাননি পঞ্চায়েত থেকেও এমনকি যে ত্রিপল দিয়ে তারা বাড়িকে আঁকড়ে ধরে বেঁচে আছেন সেই ত্রিপল গুলো নিজেদের উপার্জিত টাকা থেকে কেনা।
এক বৃদ্ধা লক্ষ্মী দিগার সরাসরি আঘাত হানলেন বর্তমান সরকারের প্রতি,  তিনি বললেন- আমি বৃদ্ধা ভাতা এর যে তিন হাজার পেতাম সেটা আর পাইনি এক হাজার কম দিচ্ছে এখন ,তাতে করে একমাস চলে না মাঝে মাঝে ভিক্ষা করতে হয় বিভিন্ন পাড়ায় আর ভিক্ষা করতে কার ভালো লাগে বলুন? এছাড়াও এই গ্রামের আরো কয়েকজন যাদের বাড়ির অবস্থা খুবই শোচনীয় কার্তিক দিগার, হিরু দিগার, সুদাম দিগার, দিলীপ দিগার আরো অনেকে।যারা আশা করেন যে কোনো সরকারি সাহায্য পাবেন।
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর