ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে সারাবাংলা দাবা প্রতিযোগিতা

হক নাসরিন বানু , মালদহ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০ ২১ ০৯ ৪৫  

মালদা:

স্পার্ক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে সারাবাংলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মালদায়। মালদা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সারাবাংলা এই দাবা প্রতিযোগিতায় সহযোগিতায় ছিল মালদা জেলা পরিষদ, মালদা জেলা প্রশাসন, মালদা ইংরেজবাজার পৌরসভা,  পুরাতন মালদা পৌরসভা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে দৃষ্টিহীন বনাম দৃষ্টিমান দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষি মিত্র, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। জানা যায় শনিবার এবং রবিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত সারাবাংলা দাবা প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ১২৫ জন প্রতিযোগী অংশ নিয়েছে। তাদের মধ্যে ৭৫ জন দৃষ্টিহীন ৫০ জন সাধারণ এবং কুড়ি জনেরও বেশি মহিলা প্রতিযোগী অংশ নিয়েছে। এদিন দৃষ্টিহীনরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। সকল প্রতিযোগিরা প্রতিযোগীদের সাথে মুখোমুখি হবে। এই বিষয়ে জেলা শাসক রাজশ্রী মিত্র জানান এই উদ্যোগ অভিনব। খুব ভালো লাগছে এই ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরে। অন্যদিকে এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, একশ্রেণীর মানুষ দৃষ্টিহীনদের অবহেলা করে। তা করা কখনই ঠিক নয়। স্পার্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দৃষ্টিহীনদের নিয়ে আজ দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে তা সত্যি প্রশংসনীয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর