ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

পানীয়জল পেয়ে বিডিওকে অভিনন্দন জানালো প্রত্যন্ত চা বাগানবাসিরা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৬ ০৬ ৪৭  

 মালবাজার,

স্বাধীনতার পর থেকে পানীয়জলের সুবন্দোবস্ত ছিলনা মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত  এলেনবাড়ি চাবাগানের টপ লাইন ও খাপড়া লাইন শ্রমিক বস্তির কয়েক হাজার মানুষ। প্রায় ৫ কিমি দুর থেকে জল এনে তৃস্না মেটাতো ও রান্নাবান্না করত। এই শ্রমিক বস্তিতে গত ১০ফেব্রুয়ারি দিদিকে বলো কর্মসূচি পালন করতে গিয়েছিলেন মাল ব্লক তৃনমুল কংগ্রেস আহ্বায়ক তপন কুমার মিত্র। সেখানে গিয়ে মানুষের সমস্যার কথা শোনেন। অন্যান্য সমস্যার মধ্যে পানীয়জলের সমস্যার কথা উঠে আসে। তপন বাবু দেখেন সত্যি জলের মারাত্মক সমস্যা আছে। গত ১২ ফেব্রুয়ারি এই সমস্যার কথা মালের বিডিও বিমান চন্দ্র দাসের কাছে লিখিত আকারে জানান। বিডিও তপন বাবুর কাছে দুদিনের সময় নেন। দুদিন লাগেনি ২৪ ঘন্টার মধ্যে বিডিও উদ্যোগ নিয়ে একটি ৬ ইঞ্চি ও একটি ৩ ইঞ্চির গভীর নলকূপ খনন করে দেন এবং পুরানো বিকল কুপ মেরামত করে দেন।এতেই কয়েক হাজার মানুষের পানীয়জলের সমস্যা মিটে যায়। এতেই আপ্লুত শ্রমিক বস্তির মানুষ। সোমবার ওই বস্তির সুচিত্রা টোপ্পো,মুক্তি প্রধান, মানুয়া শেক সহ জনা ৫০ মানুষ বিডিও অফিসে এসে বিডিও বিডিও বিমান চন্দ্র দাসকে পুস্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। 

এনিয়ে বিডিও সাহেব বলেন, কাজটা গ্রাম পঞ্চায়েতের করার কথা। ওনারা আমাকে জানানোর পর দেখলাম সত্যি সমস্যা আছে। তারপর দুইটি কুপ খনন করে দিয়েছি। এটা বিশেষ কিছু না। সরকারি কাজের মধ্যেই এটা পড়ে। মানুষ উপকৃত হয়েছে। এটা ভালো লাগছে। 
তপন বাবু বলেন, আমি ওখানে গিয়ে দেখলাম সত্যি জলের সমস্যা আছে। বিষয়টি বিডিওর গোচরে আনি। উনি অত্যন্ত দ্রুততার সাথে সমস্যা মিটিয়েছেন। এতেই আপ্লূত মানুষ।             
                                                                                              

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর