ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

হাওড়ায় আক্রান্ত আইনজীবীদের ঘটনায় কর্মবিরতি মালদায়

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯ ১৬ ০৪ ৩৬  

মালদা

হাওড়ায় আক্রান্ত আইনজীবীদের ঘটনায় মালদা বার কাউন্সিলের পক্ষ থেকে মালদা জেলা আদালতে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কর্মবিরতি ডাক দেন। প্রসঙ্গত গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়া পৌরনিগমের কর্মী ও হাওড়া কোর্টের উকিলরা সংঘর্ষে জড়িয়ে পড়ে । দু'পক্ষের মধ্যে তুমুল ইটবৃষ্টি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । উকিলদের উপরও লাঠিচার্জ হয় । উকিলদের উপর হামলার প্রতিবাদে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ।ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয় । ব্যাঙ্কশাল, হুগলি, বর্ধমান কোর্টের বার অ্যাসোসিয়েশন কর্মবিরতি ডাক দেন । অপরদিকে, হাওড়া কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে । শুক্রবার থেকে মালদা বার কাউন্সিলের তরফ থেকে আগামী সোমবার পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন। আদালতের কাজকর্মে অংশ না নেওয়ার জন্য আইনজীবীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে । এই দিন মালদা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেব কিশোর মজুমদার সংবাদমাধ্যমকে জানান আগামী ৩০ তারিখে বার কাউন্সিলের পক্ষ থেকে হাইকোর্টের চিফ জাস্টিস এর কাছে ডেপুটেশন দেওয়া হবে। আমাদের দাবি অতি শীঘ্রই দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর