ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

শৌচাগারেই সন্তানের জন্ম, পুলিশ নাম দিলো সংযোগ

জাগরণ ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১১ ১১ ২৪  

সোমবার বিকাল সোয়া পাঁচটা। বাজেকদমতলা ঘাটে কাপড়ে মুড়ে সদ্য ভূমিষ্ঠ হওয়া পুত্রসন্তানকে নিয়ে বসে ছিলেন বিহারের বাসিন্দা এক মহিলা। সাহায্য চাইছিলেন পথচলা লোকজনের। কলকাতা পুরসভার গণশৌচাগারে নিজেই সন্তান প্রসব করেছেন শুনে আঁতকে উঠেছিলেন অনেকেই। তাদেরই মধ্যে এক জন ফোন করেন পুলিশে। তারপর সেই নারীকে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় উত্তর বন্দর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিহারের নাহাটির আকবরপুরের বাসিন্দা ওই নারীর নাম পুঁটি দেবী।  স্বামী লখিন্দর মাঝি ইটভাটার কর্মী। ছাব্বিশ বছরের পুঁটি স্বামীর সঙ্গে দেখা করতে প্রথম বার কলকাতায় এসেছিলেন। এ দিনই তার বিহারে ফিরে যাওয়ার কথা ছিল। বাজেকদমতলার সামনে থেকেই বিহারের বাস ছাড়ে। লখিন্দর স্ত্রীকে টিকিট কেটে বাসে বসিয়ে দিয়ে চলে যান।

পুলিশ জানায়, প্রাথমিক ভাবে জানা গেছে, ওই নারী বাস থেকে নেমে শৌচাগারে যান। সেখানেই তার প্রসব হয়ে যায়। প্রসবের সময়ে তিনি কারও সাহায্য চাননি। প্রসবের পরে নিজেই সন্তানকে কাপড়ে মুড়ে বাজেকদমতলা ঘাটে বসে লোকজনের কাছে সাহায্য চান। তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। পথচারীরা বাজেকদমতলার পাশে রিভার ট্রাফিকের দফতরে ফোন করেন। পরে সেখান থেকে উত্তর বন্দর থানায় খবর দেওয়া হয়। উত্তর বন্দর থানা থেকে পুলিশ গিয়ে পুঁটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সঙ্গে ছিলেন মহিলা পুলিশকর্মীরাও।

সোমবার রাতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পুঁটিকে ভর্তি করার পরে সেখানেই শিশুটির নাড়ি কাটা হয়। হাসপাতাল সূত্রের খবর, মা ও শিশুর শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন চিকিৎসকেরা। পুলিশ চেষ্টা করছে মহিলার সঙ্গে কথা বলে তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে।

পুলিশ কর্মকর্তা জানান, ওই মহিলা প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। এখানকার ভাষা বোঝেন না। প্রথম বার কলকাতায় এসেছেন। কোনওক্রমে নিজের ঠিকানা নাহাটি এবং আকবরপুরটুকু বলতে পেরেছেন। স্বামীর ফোন নম্বরও জানেন না। যে কারণে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে।

তবে ওই নারীর সদ্যোজাত সন্তানটির যাতে কোনও সমস্যা না হয়, সে দিকে নজর রেখেছেন উত্তর বন্দর থানার নারী পুলিশকর্মীরা। হাসপাতালে শিশুটিকে মায়ের থেকে নিয়ে থানার নারী পুলিশকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইতিমধ্যে কয়েক জন পুলিশকর্মী মিলে শিশুটির নামকরণও করে দিয়েছেন। কলকাতা পুলিশের একটি অ্যাপের নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয়েছে সংযোগ

এক পুলিশকর্মীর কথায়, নারী এখানকার ভাষা বোঝেন না। তার ভাষাও বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। তা সত্ত্বেও পথচারীরা কেউ তাঁকে এড়িয়ে যাননি। আমরাও খবর পাওয়া মাত্র ছুটে গিয়েছি তাঁকে হাসপাতালে ভর্তি করতে। অনেকের ক্ষেত্রেই সব সময়ে পরিস্থিতি এতটা অনুকূল হয় না। বাচ্চাটির ক্ষেত্রে সব কটি যোগাযোগই সময় মতো কাজ করেছে। ওর নাম তো সংযোগ হওয়াই উচিত।- সূত্র : আনন্দবাজার

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর