ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

`এবার খেলা হবে` সিনেমার পোস্টার লঞ্চ হল কলকাতার টালিগঞ্জে

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২৩ ১১ ১৭  

বার খেলা হবে সিনেমার পোস্টার লঞ্চ ও সাংবাদিক সম্মেলন  করলেন কলকাতা টালিগঞ্জে।
 দাউদ হোসেন পরিচালিত এবার খেলা হবে সিনেমার 22 তারিখ শুভ মুক্তি পাবে, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে, তার আগেই রবিবার  সাংবাদিক সম্মেলন করে  পোস্টার লঞ্চ করলেন  মিরাজ ফিল্ম প্রোডাকশন নিবেদিত  এবার খেলা হবে সিনেমার।
 আজকের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন  অভিনেতা অভিক ভট্টাচার, সান্তনা বোস, দেবা  প্রযোজক ও চিত্রনায়ক মেরাজ শরীফ, চিত্রনায়িকা পিউ, ধনরাজ, রিম,জুম দাস পরিচালক দাউদ হোসেন,
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি পশ্চিমবঙ্গ সরকার দাস বাবু, দেব সেন, চক্র প্রোডাকশনের কর্ণধর  পূজা ব্যানার্জি, এছাড়া উপস্থিত ছিলেন  রিঙ্কি মুখার্জী, সোমনাথ ও সংবাদ মাধ্যম কর্মীরা 

 অনেক প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে তরুণ প্রতিশ্রুতিবান সাংবাদিক ও পরিচালক  দাউদ হোসেন পরিচালিত এবার খেলা হবে সিনেমা নিয়ে শোরগোল পড়েছে গোটা বাংলা জুড়ে।
 অনেকেই ভাবছেন এটি রাজনীতি ঘেষা সিনেমা, আবার অনেকে মনে করছেন  তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের স্লোগানের কপি, আবার কেউ কেউ অন্যরকমও ভাবছেন। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান  ঘটতে চলেছে। আগামী বাইশে সেপ্টেম্বর গোটা বাংলা জুড়ে মুক্তি পেতে চলেছে এবার খেলা হবে সিনেমাটি।
 পর্যবেক্ষকদের ধারণা, 
 বাংলা জুড়ে  এই সিনেমাটি এবার  দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। সিনেমাটি পঞ্চায়েত নির্বাচনের সময় মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানাবিধ কারণে একটু বিলম্ব হওয়ায় বাইশে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। পরিচালক দাউদ হোসেনকে ছায়া ছবির গল্পের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, অত্যন্ত অভিনব ও চমৎকার একটি গল্প রয়েছে। সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। 
 কি আছে এই সিনেমায়, শাসকের পক্ষে নাকি শাসকের বিরুদ্ধে বার্তা রয়েছে? কৌশলী তরুণ পরিচালক মৃদু হেসে বললেন, 
 এই ব্যাপারে  এক্ষুনি কিছু বলছি না।  আগামী  ২২শে সেপ্টেম্বর সিনেমা হলে চলুন,সব  জানতে পারবেন।

Film - EBAR KHELA HABE 
Music Design - Dev Sen
Choreography - Kailash Sharma
Director - Dawood Hossain
Producer - Meraj Film Production
 অভিনয় করেছেন  - দেবা, নবাগত মিরাজ, বোধিসত্ত্ব মজুমদার , অভিক ভট্টাচার্য , মহানায়ক উত্তম কুমারের নাতনি নবমিতা, সান্তনা বস,পিউ,বাশার, মৌসুমী, রিম, লাকি , ঝুম, মিলি,সাদ্দাম, সোমেন,চেন্টু সহ বহু অভিনেতা-অভিনেত্রী।
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর