ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ইংরেজবাজারে ১৬২০ গ্রাম মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১

হক নাসরিন বানু

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯ ২২ ১০ ৪৮  

১৬২০ গ্রাম মাদকদ্রব্য সহ এক যুবককে গ্রেফতার করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার রাতে ইংরেজবাজার থানার গৌড় মালদা স্টেশন সংলগ্ন এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম নূর সালাম (২৮)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরের বিনপুর এলাকায়। ধৃত নূর সালাম কাছ থেকে ১ কেজি ৬২০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা । ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হয়। তাকে সাত দিনের জন্য রিমান্ড চেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে সোমবার বিকেল থেকে রাতের মধ্যে এক যুবক মাদক নিয়ে মালদার দিকে আসছে। পুলিশ গৌড় মালদা স্টেশন সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে ওত পেতে বসে ছিল। রাত আটটা নাগাদ একটি ম্যাক্সিট্যাক্সি করে এক যুবক গৌড় মালদা স্টেশনের কাছে বাস স্টপেজের নামে। পুলিশ কাছে যেতে সে পালানোর চেষ্টা করে যদিও পুলিশ তাকে ধরে। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি চালিয়ে প্যাকেট বন্দি ১ কেজি ৬২০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার হয়। পুলিশ জানতে পেরেছে, মাদকদ্রব্য গুলি মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে নিয়ে আসা হয়। তা গৌড় মালদা স্টেশন থেকে ট্রেনে উঠে কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই মাদকদ্রব্য সহ পুলিশের হাতে ধরা পড়ে যায় নূর সালাম। এই দিন ধৃত নূর সালামের আইনজীবী মানষ মানুষ ভট্টাচার্য জানিয়েছেন, মঙ্গলবার মাদকদ্রব্যসহ ধৃত নুর সালাম পুলিশি ৭ দিনের রিমান্ড চেয়ে মালদা জেলা আদালতে তোলা হয়। মহামান্য জজ সাহেব পুলিশি সাত দিনের রিমান্ডের জন্য নথিপত্র কারণ না দেখাতে পাড়ায় ধৃত নূর সেলিম কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য জজ সাহেব।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর