ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৮ ১৪৩১   ২১ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ট্রেন চালানোর সময় মোবাইল নিষিদ্ধ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭ ০৫ ২৯  

ট্রেন চালানোর সময় লোকো সহকারী লোকো পাইলটদের মোবাইল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল এই নির্দেশ অমান্য করে মোবাইলে কথা বললে তা চিহ্নিত করার জন্য 'কল ডিটেলস রেকর্ড' নামে স্বয়ংক্রিয় ব্যবস্থাও থাকছে উত্তর-পূর্ব সীমান্ত রেলে আলিপুরদুয়ার থেকে ডুয়ার্স রুট কোচবিহার-জলপাইগুড়ি রোড হয়ে এনজেপির মধ্যে প্রথম এই ব্যবস্থা কার্যকর হয়েছে তবে, নতুন নিয়মে ট্রেনের চালকদের তরফে প্রশ্ন তোলা হয়েছেউত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, মোবাইল ব্যবহারে নির্দেশিকা চালু হওয়ায় লোকো এবং সহকারী লোকো পাইলটদের ট্রেন পরিচালনা অনেক সহজ হবে যাত্রা শুরুর সময় থেকে যাত্রা শেষ হওয়া পর্যন্ত মোবাইল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে এতে চালকদের মনঃসংযোগ ভঙ্গ হবে না যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত হবে কোনও পাইলটের জন্য কোনও জরুরি ফোন এলে আমরাই সেই চালকের কাছে খবর পাঠাব ট্রেনে ওঠার সময় লোকো সহকারী লোকো পাইলটদের সঙ্গে 'টি মোবাইল আছে সেটা চেকিং করেই ইঞ্জিনে উঠতে দেওয়া হবেট্রেন চালানোর সময় লোকো পাইলট সহকারী লোকো পাইলটরা পালা করে মোবাইল ফোন অন রেখে কথা বলেন, এমন অভিযোগ রেল কর্তৃপক্ষ আগেই পেয়েছিল কিন্তু আগে লোকো সহকারী লোকো পাইলটদের মোবাইল ফোন পরীক্ষা করেও কিছু মিলত চালকদের একাংশ কল রেজিস্টার থেকে নম্বর মুছে ফেলছিলেন বলে অভিযোগ তাছাড়া ম্যানুয়াল ব্যবস্থায় এই রেলের পদক্ষেপ দুর্ঘটনা এড়াতে চলন্ত ট্রেনে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞালোকো সহকারী লোকো পাইলটকে মানতে হবে এই নির্দেশনির্দেশ অমান্য করলে 'কল ডিটেইলস রেকর্ড' প্রযুক্তিতে তা নথিভুক্ত থাকবে

উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন রুটে প্রথম এই প্রযুক্তি শুরু করা হলচেকিং করতে ঘণ্টাখানেক সময় লেগে যেত এই সমস্যা মেটাতে এবার লোকো সহকারী লোকো পাইলটদের মোবাইল নম্বরগুলি 'কল ডিটেইলস রেকর্ড' সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে এতে কেউ চলন্ত ট্রেনে মোবাইল অন করে কথা বলে কল ডিটেইলস ডিলিট করে দিলেও তা ধরা পড়ে যাবে রেকর্ড সিস্টেমে রেলের নির্দেশিকা ভঙ্গ করলে লোকো সহকারী লোকো পাইলটদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেনচালকদের মোবাইল ফোন বন্ধ থাকলেও ওয়াকি-টকি রেলের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই চালকরা সমস্ত সংকেত এবং প্রয়োজনীয় বার্তা পেয়ে যাবেন প্রশ্ন উঠেছে, কোনও লোকো বা সহকারী লোকো পাইলট চাইলে নথিভুক্ত ফোন নম্বরটি ছাড়াও অন্য কোনও ফোন সঙ্গে রাখলে এবং সেই ফোনে কথা বললে তা কীভাবে কর্তৃপক্ষ নজরদারি করবে? তাছাড়া মোবাইল বন্ধ রাখলে চালকের সঙ্গে তাঁর পরিবার জরুরি প্রয়োজনেও সরাসরি যোগাযোগ করতে পারবে না এটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও মনে করছেন চালকদের একাংশ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলওয়ে মজদুর ইউনিয়নের বিভাগীয় আহ্বায়ক যোগিন্দর সিং বলেন, 'রেলের সুরক্ষার স্বার্থে চলন্ত ট্রেনে লোকো সহকারী লোকো পাইলটদের মোবাইল বন্ধ রাখার নির্দেশের পক্ষেই আমরা সায় দিয়েছি কিন্তু যেখানে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে সেখানকার রানিং রুমে গিয়ে লোকো সহকারী লোকো পাইলট যাতে মোবাইল অন করে কারও সঙ্গে প্রয়োজনীয় কথা বলতে পারেন, সেই সুবিধা আমরা কর্তৃপক্ষকে দিতে বলেছি

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর