ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

আরজি কর - এর ঘটনায় আমার নজরে

স্নিগ্ধা ভকত মালা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮ ০৮ ০৪  

আরজি কর - এর ঘটনায় আমার নজরে

স্নিগ্ধা ভকত মালা

সম্প্রতি আমাদের পশ্চিমনমের একটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটেছে। কলকাতার আরজি কর-এর ঘটনাটা সবার কাছে জানা। আমরা সকালই এই ঘটনা সম্পর্কে অবগত। বর্তমানে আমাদের দেশ তথা বিশ্বের একটা ভয়াবহ ও লজ্জাজনক অপরাধ ধর্ষন । আমাদের দেশে মাতৃ-শক্তির আরাধনা করা হয় কিন্তু এখানে মেয়েরা নিরাপদ আশ্রয় খোঁজে। মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আর এই সমস্ত অপরাধের পিছনে রয়েছে সমাজের কিছু উঁচু তলার তথাকথিত শিক্ষিত মানুষজন। যারা এই সকল অপরাধের সাথে যুক্ত। তারা বেশির- ভাগই শিক্ষিত। কিন্তু আমার মতে তারা প্রকৃত পক্ষে শিক্ষিত নয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয় বা বেশি বেশি নম্বর পাওয়া নয়। শিক্ষা হল ভালো মানুষ হওয়া। আদর্শ মানুষ। একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা। সমাজকে নিরাপত্তা দাওয়া। শিক্ষার সঙ্গে জড়িয়ে থাকে ভদ্র ব্যবহার ও একটি সু-পরিবেশ গড়ে তোলার মানসিকতা। কিন্তু বর্তমান এই মানসিকতা ও মানবিকতা। কারোর মধ্যেই জীবিত নেই। মানুষ হয়ে উঠেছে হিংস্র, নিঃশংস। তারা বোঝে শুধু নিজেদেরকে। তাই আমার মতে একটি সু-পরিবেশ গড়ে তুলতে হলে সবাইকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর