২৩ এপ্রিল ভোটারধিকার প্রয়োগ করেতে গুয়াহাটিতে আসছে ডঃ মনমোহন সিংহ
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
গুয়াহাটিতে আসছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ
গুয়াহাটি
আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফার লোকসভা নির্বাচনের পত্নীর গুরশরণ কৌরকে সঙ্গে নিয়ে গোহাটিতে এসে তার ভোটাধিকার সাব্যস্ত করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ। অসম প্রদেশ কংগ্রেসের সূত্রে খবর বলা হয়েছে ভোট দান করে এদিন ফের দিল্লির উদ্দেশ্যে বিমানের যাত্রা করবেন সপত্নীক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। উল্লেখ্য ডঃ মনমোহন সিংহ এবং তার পত্নী গুরশরণ কৌর ৫২ নম্বর দিশপুর বিধানসভা এলাকার ভোটার। ভোটার তালিকার যথাক্রমে ৬২৩ এবং ৬২৪ ক্রমাংক নাম রয়েছে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আবাসিক ঠিকানা এরকম বাড়ির নম্বর ৩৯৮৯ সরুমটরিয়া গুয়াহাটি অসম। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিতেশ্বর শইকিয়া তার বাড়িটি ডঃ মনমোহন সিংকে ভাড়া দিয়েছিলেন। পি ভি নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হিসেবে নিয়োজিত হওয়ার পর ডঃ মনমোহন সিংহ কে অসমের রাজ্যসভার একটি আসনে প্রার্থী করেছিলেন তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া তখনই তার নামে একটা ভাড়া ঘর এবং দিসপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল ১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাবে পাঁচ বার অসম থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন ডঃ মনমোহন সিং এর মধ্যে দুইবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন চলতি বছরের জুন মাসে তা রাজ্যসভার সদস্য শেষ হবে। গুয়াহাটি সফরকে কেন্দ্র করে ভোট গ্রহনের কেন্দ্রটি পুরোপুরি ভাবে নিরাপত্তা দিয়ে মতোয়ান করা হয়েছে । বিভিন্ন রকমের নিরাপত্তা দিয়ে রেখেছে পুলিশ প্রশাসন ।