বুধবার   ১২ মার্চ ২০২৫   ফাল্গুন ২৭ ১৪৩১   ১২ রমজান ১৪৪৬

চাঁচলে ইশা খানকে সমর্থন তৃনমুল-বাম কর্মীর

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২১ এএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

চাঁচল: 

রবিবার প্রচারের শেষ দিনে চাঁচলের গৌড়িয়া হাজাতপুর মাঠে নির্বাচনী জনসভা করলেন খোদ উঃ মালদা কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। এদিনের সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম, মালতিপুর বিধানসভার বিধায়ক আলবেরুনী জুলকারনাইন, চাঁচল বিধান সভার বিধায়ক আসিফ মেহবুব, চাঁচল ব্লক কংগ্রেস কমিটির সহ সম্পাদক আবুবকর সহ জেলা নেতৃত্ববৃন্দ। এই দিনের জনসভায় মোট 100 জন তৃনমুল ও বাম কর্মী ইশা খানের হাত ধরে কংগ্রেসে যোগদান করে। এমনটাই জানান ব্লক কংগ্রেস কমিটি। গনি পরিবারের উত্তরসূরী ইশা খান বক্তব্যের মাধ্যমে বলেন, চাঁচলের মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছেন ও কেন্দ্র রাহুল কে প্রধানমন্ত্রী পদে দেখার জন্য কংগ্রেসে যোগদান করছে গ্রামীন ভোটাররা। গাদ্দার কে উচিত শিক্ষা দিবে উত্তরের মানুষ এমনটাই মন্তব্য করেন কংগ্রেস প্রার্থী।

তবে জনসভা স্থলে ইশা খান রাহুল গান্ধীর হাত শক্ত ও মালদায় কংগ্রেসের গড় উটুট রাখতে জাতীয় কংগ্রেসকে ভোটদানের আহবান জানান।

তবে এদিন কংগ্রেসের জনসভায় হাজারো মানুষের সমাগম হয়।

দলের টানে উত্তপ্ত রোদ্রকে উপেক্ষা করে সভাস্থলে ভীড় জমান গ্রামীন কংগ্রেস কর্মী ও সাধারন ভোটাররা।

 

মালদা জেলা তৃনমুল কংগ্রেস সংখ্যালঘু সেলের সাধারন সম্পাদক জহুর আহমেদ পালটা জবাবে বলেন, তৃনমুল থেকে আমাদের কোনো কর্মী কংগ্রেসে যোগদান করেনি। যারা যোগদান করেছে তারা পুরোনো গান্ধীমার্কা কংগ্রেস। সুযোগ সুবিধার্থে উপর মন থেকে তৃনমুলের গায়ে স্পর্শ করত। দল গ্রহন করেনি।