কালবৈশাখীতে সরব ক্ষতিগ্রস্তরা, চাঁচলের মহানন্দাপুরে
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার
চাঁচল:
গত মঙ্গলবার মালদা জেলা জুড়ে দেখা দেয় এক ভয়ঙ্কর কালবৈশাখী। ক্ষতিগ্রস্থের শিকার হন সাধারণ মানুষ।
ক্ষতিগ্রস্তে পরিবারের পাশে দাড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল।
তবে সাহায্য বা আশ্বাসে বঞ্চিত রইল চাঁচল 1 নং ব্লকের অন্তর্গত মহান্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্চনা গ্রামের বেশ কিছু বাসিন্দারা।
এমনটাই মন্তব্য করছেন স্থানীয় যুবক সাদ্দাম হোসেন। ধঞ্জনা গ্রামের হাড়িয়ান বুথ সংলগ্ন রবি আলী, নজম আলী ও সরিফ সেখের টিনের ছাউনি বিশিষ্ট কুড়ে ঘর কালবৈশাখীর ঝড়ে স দুরে উড়ে যায়। এবং এক ব্যক্তির ঘরের ছাউনির উপর গাছ পড়ে যায়। শুক্রবার স্থানীয় যুবক সাদ্দাম হোসেন, রকেট রাইয়ান, গুলজার আলী, আল মামুন, মঙ্গলু, মোনওয়ারুল, আশরাফুল, লালচান ও ওইদুল আলী একদল যুবক ক্ষতিগ্রস্তদের উদ্বার কাজে এগিয়ে আসে। গৃহের উপর থাকা গাছটিকে সরিয়ে ফেলে। এই মহৎ কাজে যুবকদের প্রতি আপ্লুত হয় গ্রামবাসী।
তবে ভোট মরশুমে ব্লক দপ্তর নির্বাচন কার্য ব্যস্ত। ক্ষতিগ্রস্ত দের ভোটের পরে সরকারি সাহায্য করা হবে ও তাদের কে পঞ্চায়েত অফিসে আবেদন জানাতে বলেছি বলে জানান পঞ্চায়েত প্রধান গোপাল চৌধুরী।