বন্দুকতন্ত্র নয়, লোকতন্ত্র প্রতিষ্ঠা করব আমরা বললেন রাজনাথ সিং
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২০ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
মালদা
বন্দুকতন্ত্র নয়, লোকতন্ত্র প্রতিষ্ঠা করব আমরা, ভারতীয় সেনাদের পাকিস্তানে ঢুকে গিয়ে জঙ্গি খতম করার ঘটনায় মৃত্যুর সংখ্যা চেয়ে রাজনীতি করতে চেয়েছে কংগ্রেস, তৃণমূল। এব্যাপারে তারা তামাশা করছে । মালদা এসে বিজেপি দক্ষিণ মালদার প্রার্থী সমর্থনে নির্বাচনী সভায় একথা বলেন রাজনাথ সিং।
বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে জনসভার আয়োজন করা হয়। প্রধান বক্তা রাজনাথ সিং ছাড়াও হাজির ছিলেন এরাজ্যের দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। ছিলেন রাজ্য সভার সাংসদ রুপা গাঙ্গুলি, জেলা সভাপতি সঞ্জিত মিশ্র-সহ অন্যরা। দক্ষিণ মালদার নির্বাচনী সভা শেষ করে দুপুরেই উত্তর মালদায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু'র সমর্থনে চাঁচলেও একটি নির্বাচনী সভা করেন রাজনাথ সিং। জেলা ক্রীড়া সংস্থার মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন,‘ভারত এখন কমজোর আর নয়। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় আমাদের প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত নেন। পাকিস্তানের মাটিতে গিয়ে আমাদের সেনারা আতঙ্কবাদীদের মেরে এসেছে। কতজনকে মেরেছে সেখানে দাঁড়িয়ে কী গোনা সম্ভব! তৃণমূল আর কংগ্রেস জানতে চাইছে মৃতের সংখ্যাটা কত। এক, দুই, তিনি, চার, না পাঁচ। ২-৪ জন হলে বলা যায়। আজব ব্যাপার সব। এটা কেমন চর্চা। তামাশা বানিয়ে ফেলেছে এরা।’
রাজনাথ সিং বলেন , ভারত যেদিন কংগ্রেস মু্ক্ত হবে, সেদিনই ভারত গরিব মুক্ত হবে।’ ‘গরিবি হটাও’ নিয়ে কংগ্রেসের স্লোগানের বিরুদ্ধে তীব্র তোপ শানালেন রাজনাথ সিং। তাঁর তোপ,‘গরিবদের হাতিয়ার করে কংগ্রেস রাজত্ব করে গেছে এতদিন। ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী আর এখন রাহুল গান্ধী গরির মুক্ত করার কথা বলে গেছে। গরিব কিছুই সরে নি। আমি একটা কথা বলে যাচ্ছি, ভারত যেদিন কংগ্রেস মুক্ত হবে, সেদিনই ভারত গরিব মুক্ত হবে।’ কংগ্রেস সরকারে থাকাকালীন কোনও কাজই তারা করে নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম মাত্রই হয়ে থেকে গেছে। সে ব্যাপারে কংগ্রেসকে তোপ দেগে রাজনাথ সিং বলেন,‘২০০৮-২০১৪ সাল পর্যন্ত এই ৬ বছর কংগ্রেস সরকারে থাকাকালীন প্রধান মন্ত্রী আবাস যোজনার মাত্র ২৫ লাখ বাড়ি নির্মাণ করতে পেরেছে। আর আমরা ২০১৪ সাল থেকে ২০১৮ সাল এই ৪ বছরে ১ কোটি ৩০ লাখ বাড়ি তৈরি করে দিয়েছি। এটাই আমাদের বিজেপি সরকার।’ রাজ্যে এখন গুন্ডাগিরি চলছে। বন্দুকের রাজত্ব চলছে। এব্যাপারে তৃণমূলকে আক্রমণ করে রাজনাথ সিং এদিন বলেন,‘শুনলাম এ জেলার মানুষ খুব ভয়ে ভয়ে আছেন। নির্বাচনে গন্ডগোল চলছে। আমি বলে যাচ্ছি, আপনারা লিখে নিন, এরাজ্যে গুন্ডাগিরি আর চলবে না। যেখানেই যাই, সেখানেই একই কথা শুনতে পাই। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এ রাজ্যে ঠিকঠাক দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা করে তিনি বলেন,‘কিষান ক্রেডিট কার্ড আছে আপনাদের সবার। নেই তো! এখানকার সরকার আপনাদের দেয় নি। কী অবস্থা এ রাজ্যের! সারা দেশে চাষিদের এই কার্ড আছে। আমিও চাষি। কৃষক পরিবার জন্মেছি আমি। আমাদের সরকার থাকলে আমরা কিষান কার্ডধারীদের অ্যাকান্টে ১ লাখ টাকা করে দেব। ৫ বছর কোনও সুদ দিতে হবে না তাঁদের।’ অর্থনৈতিক দিক থেকে শুরু করে সামরিক দিকে ভারত যে শক্তিশালী দেশ হয়ে উঠছে তাও বলতে ভোলেননি তিনি।