৪২শে ৪২ পেলে কেন্দ্রে সরকার গড়বে তৃনমুল:মমতা
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
চাঁচল:
বৃহস্পতিবার সামসিতে উত্তর মালদা কেন্দ্রের তৃনমুল প্রার্থী মৌসম নুরের সমর্থনে মমতা ব্যানার্জী এক নির্বাচনী জনসভা করেন। দুপুর ০১:২০ মিনিটে কান্ডারন মাঠে পা রাখেন মুখ্যমন্ত্রী।
প্রচণ্ড হারে রোদ্রকে উপেক্ষা করে সভায় উপস্থিত হয়েছিলেন লক্ষাধিক মানুষ। সভা চলাকালীন পথ যাত্রাতেই ছিল মানুষ।
মুখ্যমন্ত্রী এদিনের বক্তব্যে মালদার আমের কথা বলেন। মালদা জেলা পশ্চিমবঙ্গের গৌরব। এখান থেকে বিদেশে আম রপ্তানি হয়।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় এলে ভারতে NRC প্রক্রিয়া শুরু করবে। বাংলার মানুষ NRC চাই না। আমি এটা হতে দেব না।
মুখ্যমন্ত্রী আরোও বলেন, রাজ্যে তৃনমুল ৪২ শে ৪২ পেলে কেন্দ্রে সরকার গঠন করবে।
মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন 'চৌকিদার '_ নীচ থেকে জনতা বলে উঠেন চোর হ্যাঁ।
মুখ্যমন্ত্রী সভার মধ্যে উপস্থিত থাকা মানুষকে ১৫ লক্ষ ও দুই কোটি চাকরির কথা জিজ্ঞেস বললে উত্তরে 'না' আওয়াজ আসে।
সভায় প্রচুর হারে সমাগম থাকায় মহিলাদের মিডিয়া সেলের ব্যারিগেডে ঢোকান মুখ্যমন্ত্রী।
৩০ মিনিট বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী পাকুয়াহাট জনসভার উদ্দেশে রওনা দেন। তবে সামসীতে উপস্থিত থাকা মানুষ টানা ১ ঘন্টা ধরে ট্রাফিক জামেই থাকে।
মালদা জেলাপরিষদের কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাদক্ষ রফিকুল হোসেন বলেন,
সকাল থেকে ৮১ নম্বর জাতীয় সড়কে তৃনমুল সমর্থকদের ভীড় দেখা যায়। কেউ ভুডভুডি, পিকআপ, ম্যাক্সিমো, বাস, কেউ বাইকে চেপে এসেছেন সভায়।