বি চৌধুরীর নেতৃত্বে গণভবনে যুক্তফ্রন্টের ১৫ সদস্য
জাগরন প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০২:১৬ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার
বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নিবাচন সংশ্লিষ্ট সংলাপ ও নৈশভোজে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় গণভবনে পৌঁছেছেন যুক্তফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধি দল।
বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জাগরণকে আগেই জানিয়েছিলেন, শুক্রবার সন্ধ্য সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের এ সংলাপ ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীর জানান, সংলাপ শেষে ব্রিফিং হবে বি চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বি’তে (সড়ক-১২, বাড়ি-১৯, বারিধারা কূটনৈতিক এলাকা) রাত ১১টায়। তবে ব্রিফিংয়ের সময়ে হেরফের হতে পারে।
জাহাঙ্গীর আরও জানান, যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ও নৈশভোজে মিলিত হবেন।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের নামের তালিকা পাঠিয়েছেন।
প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন-অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, চেয়ারম্যান যুক্তফ্রন্ট ও সভাপতি বিকল্পধারা; মেজর (অব.) আবদুল মান্নান, মহাসচিব বিকল্পধারা; শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য; গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য; আবদুর রউফ মান্নান, প্রেসিডিয়াম সদস্য; ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, প্রেসিডিয়াম সদস্য; মাহমুদা চৌধুরী, সহসভাপতি বিকল্পধারা; ব্যারিস্টার ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক, বিকল্পধারা; এইচএম গোলাম রেজা, সাবেক এমপি; নাজিম উদ্দিন আল আজাদ, সভাপতি বিএলডিপি; দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক, বিএলডিপি; জেবেল রহমান গানি, সভাপতি বাংলাদেশ ন্যাপ; গোলাম মোস্তফা ভুইয়া, মহাসচিব, বাংলাদেশ ন্যাপ; খোন্দকার গোলাম মোর্ত্তুজা, চেয়ারম্যান, এনডিপি; শেখ আসাদুজ্জামান, সভাপতি জাতীয় জনতা পার্টি।