শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুর্শিদাবাদ থেকে গিয়ে দুর্গাপুরে বন্ধুর ভাগনিকে রক্তদান নয় বন্ধু

এম.এস.আলম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ধুলিয়ান:

 ধুলিয়ানের দেবী দাসপুর গ্রামের সাধারন পরিবাবের ছোট্ট মেয়ে জুলিয়া সুলতানা(১৭) হার্টের সমস্যার কারণে অনেকদিন থেকে ভুগছিলেন,বাবা কাউসার আলি সাইকেল মিস্ত্রী ও মা সাকিলা বিবি বিড়ি শ্রমিক কোন রকমে  অর্থ জমিয়ে অপরেশনের জন্য দূর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করলে ও বাধা হয়ে দাড়ায় রক্তের , অপারেশনের  সময় প্রচুর রক্তের প্রয়োজন,এ কথা শুন্ জুলিয়ার মামা তার বন্ধুদের কাছে রক্ত দেওয়ার কথা জানালে আট বন্ধু সম্মতি পোষন করে মঙ্গলবার রাত্রিতে এক সঙ্গে মুর্শিদাবাদ থেকে ছুটে যায় সূদুর দূর্গাপুর,সেখানে গিয়ে বুধবার সকালে রক্তে দেন দিলদার আলম, মোশারফ হোসেন, শরীফ নওয়াজ, ইয়াদ আলী, ডালিম শেখ, মশিউল আজাদ, মোঃ ওবায়দুর রহমান, সোহেল রানা ও কবীর শেখ।
জুলিয়ার বাবা কাওসার আলি বলেন মেয়ের অপরেশন সফলভাবে হয়েছে ,আমার শালকের বন্ধুরা যা করলো আমার মেয়ের জন্য তার ঋন আমি কখন পরিশোধ করতে পারবোনা !