বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলগাপুর বাজারে তৃণমুল কংগ্রেসের নির্বাচনী জনসভায় জণতার ঢল

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৪ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী ফিরহাদ হাকিম

সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী ফিরহাদ হাকিম

 

গুয়াহাটি প্রতিনিধি - 


সোমবার বিকাল চারটা সময় আলগাপুর বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন   পশ্চিমবঙ্গের নগরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বক্তব্য দিতে বলেন ভারতীয় নাগরিকদের বলে বঞ্চিত করা হয় তবে বিগত 60 বছর ধরে এরা বুট দিয়ে আসচ্ছেন ক্রমান্নয়ে তারা আট বার ভোট দিয়েছে। তাহলে বিদেশে চিহ্নিত কারীদের নাগরিকত্ব বিল এই সরকারকে ও বাতিল করতে হবে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে এই সব কথা বলেন বাংলার নগরন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন নাগরিকত্ব  বিলে নাম দিয়ে ভারতবর্ষের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সৃষ্টি করেছেন বিজেপি দল যারা বিগত ৬০ বছর ধরে ভোটাররা ভোটারঅধিকার প্রযোগ করচ্ছে।। 
তাদেরকে কিভাবে বিদেশি চিহ্নিত করা হয়  এন আর সি এস সাধারণ মানুষের মধ্যে  ভীভ্রান্তি করা হচ্ছে । একটা বাচ্চা যার ভোটের নাম ওঠেনি তাকেও তার  মা-বাবার সঙ্গে ডিটেনশন ক্যাম্পে থাকতে হচ্ছে। আসামের জনগণকে হয়রানির জবাব দিতে রাজ্যের মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মাকে দিতে হবে জবাব দিতে না পারলে তাকে পদত্যাগ করা উচিত।  এদের দেশের ভোটাররা অবৈধ হয় তাহলে সরকারও অবৈধ এই অবৈধ সরকারকে উৎখাত করার সময় এসেছে  তিনি জানান অসমের জায়গায় জায়গায় মানুষকে ডি ভোটার তাকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে দেশ থেকে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু কোন নেতা সংসদে। 
মোদির সামনে প্রতিবাদ সাব্যস্ত করেননি।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করেছেন আমেরিকার মত দেশে দশ বছর কাম করলে নাগরিকত্ব পাওয়া যায় আর এই দেশে 50 থেকে 60 বছর বাস করে ও এনআরসির নাম করে মানুষ মানুষদের বিদেশি তকমা লাগানো হচ্ছে এটা কোন কথা বললেন কলকাতার মেয়র প্রধান নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেন এই প্রতিবাদ তুলতে তারা জন সাংসদ আসামে এসেছিলেন সেই সময় তাদেরকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই লজ্জাজনক কান্ডের বিচার প্রার্থী হন তিনি। এদিন সভায় বক্তব্য রাখেন তৃর্ণমুল প্রার্থী  চন্দন দাস মঞ্চের এক নেতা থাকলেও সবার নাম হতেই বৃষ্টি শুরু হয় সভাটি কার্যসূচী সমাপ্ত হয়ে যায়।
সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন দাস , হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সরিফ কামাল বড়লস্কর ,জহির উদ্দিন, বিলাল আহমেদ লস্কর সহ অন্যান্যরা ।