সংলাপে বিশেষ কোনো সমাধান আসেনি: ড. কামাল
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বেইলি রোডে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেন, সভা-সমাবেশের অনুমতি ছাড়া সংলাপে বিশেষ কোনো সমাধান আসেনি।
তিনি বলেন, আমরা গিয়েছিলাম গণভবনে, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ছিলো। আমরা সাড়ে ৩ ঘণ্টা সেখানে ছিলাম। ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। বিভিন্ন দলের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন। তারা তাদের কথাগুলো তুলে ধরেছেন। তাদের অভিযোগগুলো, তাদের উদ্বেগের কথাগুলো বলেছেন। সবার কথা শোনার পর প্রধানমন্ত্রী বেশ লম্বা বক্তৃতা দিলেন। তবে বিশেষ কোনো সমাধান আমরা পাইনি। কেবল সভা সমাবেশের ব্যাপারে একটি ভালো কথা বলেছেন। ড. কামাল হোসেন বলেন, আমরা উনাকে আমাদের কথা বলে এসেছি। উনি আমাদের কথাগুলো জেনেছেন, উনি উনার কথাগুলোও বলেছেন, আমরাও উনার মনের কথা কিছুটা জানতে পেরেছি।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি (প্রধানমন্ত্রী) সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেননি। বিষয়টি আইনি ব্যাপার বলেছেন।
বিএনপি এতে আশাবাদী কিনা প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি সংলাপে সন্তুষ্ট নই।
নির্বাচনের তফসিল ঘোষণা হবে কিনা এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা তফসিলের বিষয়ে কথা বলেছি। উনি বলেছেন তফসিল দেয়ার এখতিয়ার তার নেই। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
পরবর্তী পদক্ষেপ কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ঐক্যফ্রন্টের যে কর্মসূচি নেয়া হবে সেটা চলবে। সংলাপ থেকে আপনারা কী পেলেন এমন প্রশ্নের জবাবে বলেন, সবসময় কী সব কিছু অর্জন হয় নাকি?
সংলাপে কি আলোচনা হয়েছে এই ব্যাপারে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সূচনা বক্তব্য রেখেছেন। এরপরে আমাদের অন্যতম শীর্ষ নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সাতদফা দাবি উত্থাপন করেছেন। অন্যান্য নেতারাও বক্তব্য রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশেসহ রাজনৈতিক কর্মসূচির ওপর কোনো বাধা থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা দিতে তিনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। রাজনৈতিক নেতা-কর্মীদের মামলা ও গায়েবী মামলার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী। যাতে হয়রানি না হয় সে বিবেচনা করবেন তিনি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উত্থাপিত দাবি-দাওয়া নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে।
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, আমরা ৭ দফা কর্মসূচি দিয়েছি। মানা না মানার দায়িত্ব সরকারের। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আ স ম আবদুর রব বলেন, একদিনে সব পাওয়া যায় না।
সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গণফোরামের জগলুল হায়দার আফ্রিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় ঐক্যফ্রন্ট গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠানোর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই সংলাপ অনুষ্ঠিত হলো।
সংলাপে ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।