ভোটে রক্ত সংকটের শঙ্কায় ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান
শঙ্কর গুপ্ত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
ভোট আসে যায় কিন্তু মানুষের প্রান গেলে প্রান ফিরে আসে না। তাই এবারের ভোট প্রচারের সাথে সাথে রক্ত দানের প্রচার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারন মানুষেরা।তেমনি প্রচার দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট প্রচারের কালিয়াগঞ্জে।
সারা দেশের সাথে উত্তর দিনাজপুর জেলাতেও আগামী ১৮ই এপ্রিল সপ্তদশ ভোট উৎসব। এই উৎসবে প্রতিটি রাজনৈতিক দল গুলির ব্যস্ততা তুঙ্গে। আর কথায় আছে রক্ত দান মহান দান।এক ফোটা রক্ত আরেক মমূর্ষ রোগীর প্রান বাচাতে পারে। বিজ্ঞান চাঁদে পৌছালেও কিন্তু এখনো কৃত্রিম পদ্ধতিতে রক্ত তৈরী করা সম্ভব হয়ে ওঠেনি। মানুষের শরীরের রক্তই আরেক মানুষের প্রান বাচাতে পারে। এদিকে লোকসভা ভোট সেই কারনে কোন রাজনৈতিক দল গুলি রক্ত দান শিবির করতে পারে না নির্বাচন বিধির কারনে। এক দিকে নির্বাচন বিধি তার উপরে গ্রীষ্মকালীন সময় উত্তর দিনাজপুর জেলার ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দিয়েছে। ফলে থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে অপারেশনের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। আর এই রক্তের অভাব মেটাবার জন্য অভিনব উদ্যোগ গ্রহন করেছে উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের। প্রতিটি দলের রাজনৈতিক দলে কাছে তাদের পক্ষে আবেদন করা হচ্ছে তারা যেমন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারচ করছেন তেমন ভোট প্রচারের সাথে হোক রক্ত দানে প্রচার। এদিন ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের জেলা সম্পাদক সুব্রত সরকার নেতৃত্ব কালিয়াগঞ্জের প্রতিটি রাজনৈতিক দলে প্রচারের সাথে তিনি প্রচার চালান তার সাথে সাথে সাধারন মানুষের কাছে আবেদন করেন রক্ত দান শিবিরে এগিয়ে আস্তে। ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারন মানুষ।