বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভোটের ট্রেনিং না নেওয়া শোকজ-বেতন বন্ধের নির্দেশ উত্তর দিনাজপুরে

পুষ্প প্রভাত প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০১ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকের শিক্ষকেরা ভোটের ট্রেনিং এ যোগদান না করায় উত্তর দিনাজপুর স্কুল শিক্ষা দপ্তর মাননীয় শিক্ষক দের শোকজ লেটার পাঠান এবং জেলা সমাহর্তার সাক্ষর সম্বলিত এই চিঠিতে তাদের বেতন বন্ধের কথা বলা হয়েছে, পাশাপাশি তাদের সার্ভিস বুকে ভোটের প্রশিক্ষণে যোগ না দেবার কথাটি অতি সত্বর উল্লেখের কথাও বলা হয়েছে। রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করণদিঘী, ইসলামপুর সহ সমগ্র উত্তর দিনাজপুরের একাধিক শিক্ষক এমনকি বহু নামী স্কুলের হেডস্যারেদেরও নামে এই শোকজ পাঠানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজকুমার বাবুর স্কুল রইটপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুর রহমানকেও শোকজ করা হয়েছে। কেবলমাত্র রায়গঞ্জ ব্লকেই শোকজ হয়েছেন অনেক শিক্ষক। অন্য দিকে শিক্ষকেরা বলছেন, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস ছাড়া তারা ট্রেনিং নিতে যেতে আগ্রহী নন। শিক্ষক সমাজের ওপর সরকারের আচরণের নেটিজেনেরা অনেকেই আবার সমালোচনা করছেন। শিক্ষক দের বেতন বন্ধের নির্দেশে কার্যত মুখর উত্তর দিনাজপুরর।