মালদায় রক্তের সংকট হাসপাতাল থেকে বেসরকারি নার্সিং হোম
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৪ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার
নির্বাচন ঘোষণ পর কোন রাজনৈতিক দল রক্তদান শিবির করতে না পারার কারণে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংক রক্তের সংকট দেখা দিয়েছে। বুধবার মালদা শহরে গ্লো নার্সিংহোমে, মালদা রেডক্রস সমিতির মালদা শাখার উদ্যোগে ও স্বপ্ন উড়ান স্বেচ্ছাসেবীর সহযোগিতায় ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এই দিনের ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সমিতির মালদা শাখা সম্পাদক ডাক্তার ডি সরকার, ডাক্তার দেবশ্রী বোস সরকার, মালদা গ্লো নার্সিংহোমের এইচ আর সুমিত সরকার সহ স্বপ্ন উড়ান স্বেচ্ছাসেবীর সদস্যবৃন্দরা। এই দিনের অনুষ্ঠানে ভারতীয় রেডক্রস সমিতির মালদা শাখার সভাপতি ডাক্তার ডি সরকার সংবাদমাধ্যমকে জানান বর্তমান মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংক শূন্য। প্রত্যেক মাসে বেসরকারি নার্সিং হোম ও হাসপাতাল মিলিয়ে রক্তের চাহিদা থাকে ২৩০০০ ইউনিট।নির্বাচন ঘোষণ পর কোন রাজনৈতিক দল রক্তদান শিবির করতে পারেবে না। শুধু পারে একমাত্র ভলেন্টিয়ারি অর্গানাইজেশনরা আমরা বুধবার ভারতীয় রেডক্রস সমিতির মালদা শাখার উদ্যোগে ও স্বপ্ন উড়ান স্বেচ্ছাসেবীর সহযোগিতায় ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এই দিন প্রায় ২৫ জন মহিলা ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন এই শিবিরে। আশা করা যায় হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তশূন্যতা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।