মৌসম বেনাজির নুরের নির্বাচনী প্রচারেও তৃণমূলে যোগদান মহিলাদের
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
উত্তর মালদা তৃণমূল প্রার্থী মৌসম বেনাজির নুরের নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বিরোধীদলের অধিকাংশ মহিলা কর্মীরা তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন। দলনেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন রাজ্যে তারই প্রভাবে বিরোধী দলের শয়ে শয়ে কর্মীরা তৃণমূলে সামিল হচ্ছেন বলে মন্তব্য করেছেন উত্তর মালদার প্রার্থী মৌসুম নূর। তৃণমূলে যোগদান মহিলাদের।মঙ্গলবার চাচোল মহাকুমার রতুয়া ২ ব্লকের অন্তত ১৫ টি গ্রামে নির্বাচনী প্রচার ও রোড-শো করেন মৌসম নুর । আর সেই সব গ্রামের কংগ্রেস , সিপিএম , বিজেপি থেকে কয়েকশো মহিলা কর্মীরা মৌসম নুরের উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন। এতে করে ভোটের প্রাক্কালে উত্তর মালদায় তৃণমূলের গড় যে আরও শক্ত হয়ে গিয়েছে তা আরও একবার প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন দলের জেলা নেতৃত্ব।
যদিও এব্যাপারে কংগ্রেস, সিপিএম এবং বিজেপির জেলা নেতৃত্বের পাল্টা দাবি করে জানিয়েছেন , তাদের দলের মহিলা এবং অন্যান্য কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার কোনও খবর নেই। তৃণমূলের এসব সাজানো গল্প বলেও জানিয়েছেন বিরোধী ওই তিন দলের জেলা নেতৃত্ব।
মঙ্গলবার সকাল হতেই রতুয়া ২ ব্লকের পীরগঞ্জ , কুতুবগঞ্জ , নাউগামা, পুকুরিয়া, বরকল, পরানপুর, আড়াইডাঙ্গা সহ ১৫ টি গ্রামে নির্বাচনী প্রচার ও রোড-শো করেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী মৌসম নুর সঙ্গে ছিলেন মালদার রতুয়া ২ নম্বর ব্লকের তৃণমূল অবজারভার দেবপ্রিয় সাহা, প্রাক্তন এমএলএ রহিম বক্সী, মালদা জেলা পরিষদের কর্মদক্ষ শামসুল হক সহ দলের নেতা নেত্রীরা। এই দিন গ্রামে প্রচারে গিয়ে মানুষের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে স্থানীয় তৃণমূল কর্মীদের। ভিড় সামলানো শুধু নয় , ওই সব গ্রামে শতাধিক মহিলা কর্মীরা কেউ কংগ্রেস করতেন। আবার কেউ বিজেপি এবং সিপিএম দল করতেন। তারা এদিন মৌসুম নুরকে সামনে পেয়ে ওইসব দল ছাড়ার কথা ঘোষণা করে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন । প্রচারের মধ্যে তৃণমূল প্রার্থী মৌসুম নুর বারবার দলনেত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি মোদি সরকারের বিরুদ্ধে যে শুধু তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি লড়াই করার সাহস দেখিয়ে ময়দানে নেমেছেন তাও মানুষের কাছে প্রচারে তুলে ধরেন।
এদিন নির্বাচনী প্রচার করতে গিয়ে রতুয়া ২ ব্লকের পীরগঞ্জ গ্রামের প্রায় ৩০০ মহিলা কর্মী কংগ্রেস এবং সিপিএম ছেড়ে মৌসম নুরের সামনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সেখানেই নির্বাচনী প্রচারে প্রার্থী মৌসম নুর বলেন, মোদির প্রতিশ্রুতিতে মানুষ হতাশ । জিএসটি করে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের দুর্ভোগে ফেলেছেন। মালদায় বিজেপি অমিত শাহ সভা করে গিয়েছেন। কিন্তু তার পাল্টা সভা করেছে শুধু তৃণমূল কংগ্রেস। কংগ্রেস অথবা সিপিএম বিজেপির বিরুদ্ধে পাল্টা সভা করতে পারি নি। এরাজ্যের মানুষ শান্তিপ্রিয়। কিন্তু মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে বিজেপি। ধর্মের নামে রাজনীতি করার বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
মৌসম নুর আরও বলেন, মামা গনিখান চৌধুরী যেভাবে মানুষের জন্য কাজ করেছেন। ঠিক তেমনভাবেই তৃণমূল নেত্রী মানুষের জন্য কাজ করে চলেছেন। সাধারণ গরিব মানুষের জন্য কন্যাশ্রী, রূপশ্রী , কৃষকবন্ধু , সবুজসাথী, সমব্যথী সহ বিভিন্ন প্রকল্প আজ দলনেত্রী মমতা ব্যানার্জির জন্যই হয়েছে। যা বিজেপি , সিপিএম অথবা কংগ্রেস কেন্দ্র ও রাজ্যের ক্ষমতায় থেকে কোনোদিনই ভাবে নি । তাইতো গ্রাম বাংলার মানুষ দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন।