রায়গঞ্জের ভোট কর্মীরা নিরাপত্তার দাবিতে ট্রেনিং বয়কট করল
বেদশ্রুতি মুখার্জী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
আজ মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটের ট্রেনিং বাতিল করে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলেন রায়গঞ্জের ভোটকর্মীরা, এদিন শহরের সারদা বিদ্যামন্দির স্কুল, সুদর্শন পুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে নিয়মমাফিক দ্বিতীয় দফার ট্রেনিং এ সকলে গেলেও সব বুথগুলোয় আদৌ কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা এর কোনো লিখিত আশ্বাস বা ন্যূনতম সদুত্তরটুকুও দিতে পারেননি সংশ্লিষ্ট আধিকারিক সহ ট্রেনিং ইন্সট্রাক্টররা, ফলে ট্রেনিং বাতিল করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলেছে দিনভর। নিরাপত্তার দাবিতে-"কাকদ্বীপ থেকে কুচবিহার, আর নয় রাজকুমার" স্লোগান সমৃদ্ধ প্ল্যাকার্ড ও ব্যানারসহও ভোটকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। প্রসঙ্গত বলা দরকার, গত পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জের রাজকুমারবাবু প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে ইটাহারের একটি বুথে যান এবং পরদিন আশ্চর্য জনকভাবে তার দেহ উদ্ধার হয় এক দূরবর্তী রেললাইন সংলগ্ন এলাকা থেকে। তিনি করণদিঘীর রইটপুর হাই মাদ্রাসার ইংরেজি শিক্ষক ছিলেন, তাঁর আকস্মিক মর্মান্তিক এই অকাল প্রয়াণে উত্তাল হয়ে ওঠে গোটা পশ্চিমবঙ্গ। তাই এমন করুণ পরিণতি যেন আর কারোর না হয়, সেজন্যই শিক্ষক সমাজসহ সর্বস্তরের ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোচ্চার হয়ে ওঠেন এবং তার সদুত্তর না পেয়ে আজ ট্রেনিং বয়কট করে বিক্ষোভ দেখান। রায়গঞ্জের পাশাপাশি উত্তর দিনাজপুরের অপর মহকুমা শহর ইসলামপুরেও এদিন ট্রেনিং বাতিল করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।