ভূমিকন্যা আমি, রায়গঞ্জের বিজেপি প্রার্থী
শঙ্কর গুপ্ত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪৫ এএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
আমি এই কেন্দ্রে জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত যে এখানকার মানুষ নির্নয় করে ফেলেছেন বিজেপিকে ভোট দেবেন। আমি এখানাকার ভূমিকন্যা। মানুষ আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করে সাংসদ করবেন "। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন দেবশ্রী চৌধুরী। কলকাতা থেকে আজই সন্ধ্যায় রায়গঞ্জে প্রবেশ করেন বিজেপি প্রার্থী। দলীয় কর্মী সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করে মহাত্মা গান্ধী রোডে দলীয় জেলা কার্যালয়ে আসেন তিনি। সেখানেই প্রার্থী হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে দেবশ্রী চৌধুরী দাবি করলেন অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার বালুরঘাটের তার জন্ম থেকে শিক্ষা চাকুরি। বিরোধীরা তাকে বহিরাগত বলে আখ্যা দিলেও তিনি নিজেকে এখানকার ভূমিকন্যা বলে দাবি করলেন। এখানকার সাধারন মানুষের দাবি দাওয়া আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। রাজ্যের শাসকদলের নেতা নেত্রীদের কটাক্ষ করে তিনি বলেন, ইসলামপুরের দাড়িভিট স্কুলের ছাত্র মৃত্যুর ঘটনার পর আজও ওই এলাকায় তারা প্রবেশ করতে পারেনি। আমরা ওই পরিবারের পাশে দাঁড়িয়ে আন্দোলন গড়ে তুলেছি। মানুষ বিজেপি দলের পক্ষে রয়েছে দাবি করেন বিজেপির রাজ্য নেত্রী তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, রায়গঞ্জে এইমস হাসপাতাল নিয়ে কংগ্রেস, সিপিএম ও রাজ্যের শাসকদল রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের মানুষের সাথে প্রতারনা করেছে। আমি এইমস হাসপাতালের ভাওতা দেবনা। এখানকার মানুষের চিকিৎসার সুবিধার জন্য সুপার ফেসিলিটি হাসপাতাল নির্মানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি দিলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী। এছাড়াও তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এখানকার যুবক- যুবতীদের কর্মসংস্থানের ব্যাবস্থা করা, রাজ্য সরকারের অবহেলায় পড়ে থাকা ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারনের ব্যাবস্থা গ্রহনসহ জেলার পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানান তিনি। তার দাবি কেন্দ্রে আবার বিজেপি সরকার হচ্ছেই এবং বাংলা থেকে অনেক সাংসদ থাকবে। এখানকার মানুষের কাছে তার দাবি তাকে জয়যুক্ত করে সাংসদ করে পাঠালে নিশ্চিত একজন কেন্দ্রীয় মন্ত্রী পাবে রায়গঞ্জ লোকসভার বাসিন্দারা। তাহলেই হবে এলাকার উন্নয়ন।