শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রক্তের সংকটে ভুগছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

নির্বাচন ঘোষণ পর কোন রাজনৈতিক দল রক্তদান শিবির করতে পারে না তার জন্য মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংক রক্তের সংকটে ভুগছে।বুধবার মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় ডিস্ট্রিক ভলান্টারী ব্লাড ডোনার এসোসিয়েশন ও মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যৌথ উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠান আয়োজক মালদা ডিস্ট্রিক ভলান্টারী ব্লাড ডোনার এসোসিয়েশনের সম্পাদক উত্তম কুমার ঝা সংবাদমাধ্যমকে জানান বর্তমান মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংক শূন্য। যেখানে আমাদের প্রত্যেক মাসে বেসরকারি নার্সিং হোম ও হাসপাতাল মিলিয়ে রক্তের চাহিদা থাকে ২৩০০০ ইউনিট।নির্বাচন ঘোষণ পর কোন রাজনৈতিক দল রক্তদান শিবির করতে পারেবে না। শুধু পারে একমাত্র ভলেন্টিয়ারি অর্গানাইজেশনরা আমরা মালদা ডিস্ট্রিক ভলান্টারী ব্লাড ডোনার এসোসিয়েশন ও মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যৌথ উদ্যোগে বুধবার ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই দিন প্রায় শতাধিক মানুষ রক্তদান করেছেন এই শিবিরে। আশা করা যায় সামনের দোল উৎসবে হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তশূন্যতা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।