হরিশ্চন্দ্রপুরে হাতুড়ে চিকিৎসকে শ্বাসরোধ করে খুন
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
গ্রামের হাতুড়ে ডাক্তারের গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকেলে মালদা হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বাঁধ এলাকায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকেরা প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। কিছুক্ষণ চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়। পরিবারের লোকেরা অবশ্য কে বা কারা ওই হাতুড়ে চিকিৎসক কে খুন করেছে তা বলতে পারেনি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত হাতুড়ে চিকিৎসকের নাম জয়নাল আলী(৩০)। বাড়ি মালদা চাঁচল থানার মোবারক পুর এলাকায়। জানা গিয়েছে, বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। মালদা হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বাঁধের ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার মোটরবাইকটিও সেখান থেকে উদ্ধার করা হয়। মৃতর পরিবারের লোকেরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাড়ি থেকে ওষুধ বিক্রি করতে অন্য গ্রামে যাওয়ার জন্য বেরিয়েছিল জয়নাল। কেউ বা কারা তাকে রাস্তায় একলা পেয়ে খুন করার চেষ্টা করে। তার গলায় ক্ষত চিহ্ন রয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা তারা বলতে পারেননি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঠিক কি কারণে খুনের ঘটনা ঘটলো, তা কিনারা করতে তদন্ত শুরু করেছে মালদা হরিশচন্দ্রপুর থানার পুলিশ।