সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোহর ও স্বপ্নউড়ান স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে লোকসংগীত সন্ধ্যা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

মোহর ও স্বপ্নউড়ান স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে

 মালদা দূর্গাকিংকর সদনে লোকসংগীত সন্ধ্যা আয়োজন করা হয়। এই দিনের লোকসংগীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিখ্যাত লোকগীতিকার অভিজিৎ বসু ও তীর্থ বিশ্বাস।এই দিনের অনুষ্ঠানে মোহর ও স্বপ্নউড়ান স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট সমাজ সেবক হিসাবে ভারতীয় রেডক্রস সমিতি মালদা শাখার সম্পাদক ডাক্তার ডি.সরকাররের হাতে একটি মুমেন্টো তুলে দেওয়া হয় এছাড়াও বিখ্যাত লোকগীতিকার অভিজিৎ বসু ও তীর্থ বিশ্বাসের হাতেও একটি করে মেমেন্টো তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার ডি বোস, দেবশ্রী সরকার বোস, মালদা ব্লু নার্সিংহোমের সি ই ও সুমিত সরকার প্রমূখ। এই দিনের লোকসংগীত সন্ধ্যা অনুষ্ঠানের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বপ্নউড়ান স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সুমিত সরকার সংবাদমাধ্যমকে বলেন আমরা লক্ষ্য করে দেখেছি লোকসংগীতের প্রতি আকর্ষণ দিনের পর দিন কমে চলেছে আমাদের লক্ষ্য সাধারণ মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করা তার সাথে লোকসংগীতের ওপর মানুষের চাহিদা বাড়ানো।