‘সমঝোতার মনোভাব না থাকলে সংলাপ সফল হবে না’
নিজস্ব প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
সমঝোতার মনোভাব না থাকলে সংলাপ সফল হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজচিন্তক, সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্রের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, এই সমঝোতা প্রকাশ্য আলাপ আলোচনার মাধ্যমে যেমন হতে পারে, তেমনি পর্দার অন্তরালেও হতে পারে। দৈনিক জাগরণকে এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, উপমহাদেশে সংলাপের অভিজ্ঞতা সুখকর নয়। কেননা অতীতে আমরা অনেক সংলাপ দেখেছি, কিন্তু কোনোটাই সফল হয়নি। ব্রিটিশ ভারতে নেহেরু-জিন্নাহ সংলাপ সফল হয়নি। আবার পাকিস্তান আমলে মুজিব-ইয়াহিয়া সংলাপ সফল হয়নি।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশেও রাজনৈতিক সংকট নিরসনে দেশি এবং বিদেশিদের মধ্যস্থতায় একটি সংলাপ হয়েছে। নিকট অতীতে আমরা আব্দুল জলিল এবং আবদুল মান্নান ভূঁইয়ার সংলাপ দেখেছি। সেই সংলাপও সফল হয়নি। তিনি বলেন, সংলাপের পেছনে সমঝোতার মনোভাব থাকতে হবে। সমঝোতার মনোভাব না থাকলে সংলাপ সফল হবে না।