লোকসভা ভোটের আগে কালিয়াগঞ্জে ফের ভাঙন কংগ্রেসের
শঙ্কর গুপ্ত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৪২ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
লোকসভা ভোটের আগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে ১৩ নং ওয়ার্ডে কংগ্রেসের বড় ভাঙ্গন দেখা দিল। আজ ১৩ নং ওয়ার্ডের নেতাজি পার্কে একটি দলীয় কর্মসূচির মাধ্যমে কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, যোগদান কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কালিয়াগঞ্জ টাউন কংগ্রেস সভাপতি কর্তিক চন্দ্র পাল। জানা যায় কালিয়াগঞ্জ শহরে ১৩ নং ওয়ার্ড বিগত দিনে কংগ্রেস এর শক্ত ঘাটি বলে পরিচিত আর সেখানে দেখা দিল লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের বড় ভাঙ্গন এদিন দলীয় কমসূচির মাধ্যেমে ৫০ থেকে ৬০ জন কর্মী কংগ্রেস ছেড়ে তৃনমুল কংগ্রেসে যোগদান করেন
কর্মীরা জানান বিগত দিনে কাউন্সিলরের হেনস্তার কারণে এবং বঞ্চনার শিকার হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।
এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ কুন্ডু বিশিষ্ট সমাজসেবী কমল ঘোষ এবং শ্যামা সিকদার সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী-সমর্থকরা।
এদিন টাউন সভাপতি জানান বিগত দিলে সরকারি পরিষেবা দিতে এসে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এর কাছে যে দুটি পরিবার অপমানিত হয় তার জন্য আমি ক্ষমা প্রার্থী।তিনি আরো জানান বামর্ফন্ট পৌরবোর্ড এবং বিগত দিনে একটানা কংগ্রেসে পৌরবোর্ড পৌরসভা শাষন করে কিন্তু উন্নয়ন বলতে কিছু হয়নি।
এবং যোগদান কর্মসুচীর পড়ে কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জে দলীয় পতাকা তুলেন ওয়ার্ড সভাপতি প্রকাশ কুন্ডু এবং পার্টি অফিস উদ্বোধন করেন টাউন সভাপতি কার্তিক চন্দ্র পাল মহাশয়।