শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রেডক্রস মালদার উদ্যোগে দুস্থ অনাথ কন্যা সন্তানের স্বাস্থ্য শিবির

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:০৮ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

মঙ্গলবার দুপুরে ভারতীয় রেডক্রস সমিতি মালদা শাখার উদ্যোগে দুস্থ অনাথ কন্যা সন্তানদের স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় মালদা শহরের মালদা গ্লো নার্সিংহোমে। এই দিনের স্বাস্থ্য শিবিরে জাকিয়া মহাদুল উলুম এতিমখানা ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি প্রায় ৭৩ টি দুস্থ অনাথ কন্যা সন্তানদের স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। এই দিনে স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সমিতি মালদা শাখার সম্পাদক ডঃ ডি সরকার,ডঃ দেবশ্রী সরকার বোস,মালদা গ্লো নার্সিংহোমের এইচ আর সুমিত সরকার, জাকিয়া মহাদুল উলুম এতিমখানা ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির শিক্ষক আব্দুল কালাম আজাদ প্রমূখ। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডাক্তার ডি বোস জানান আমরা প্রতি বছর ভারতীয় রেডক্রস সমিতির মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি আজ সেটারই একটি অঙ্গ। বর্ণ ভুলে গিয়ে অসহায় দুস্থ কন্যা সন্তানদের পাশে থাকতে পেরে নিজেকে গর্ববোধ মনে হচ্ছে নিজেকে। এর আগে শীতের সময় আমাদের সংস্থা থেকে শীতের কম্বল দুস্থ কন্যা সন্তানদের বিতরণ করা হয়েছিল আজ তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আজ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বাগিচা পুরের জাকিয়া মহাদুল উলুম এতিমখানা ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি দুস্থ কন্যা সন্তানদের চিকিৎসার ভার ভারতীয় রেডক্রস সমিতি মালদা জেলা শাখার তরফ থেকে নেওয়া হলো। চিকিৎসা পরিষেবা পেয়ে জাকিয়া মহাদুল উলুম এতিমখানা ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির শিক্ষক আব্দুল কালাম আজাদ ভারতীয় রেডক্রস সমিতির মালদা শাখা সম্পাদক ডাক্তার ডি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।