তৃণমূলকে টেক্কা দিতে বালুরঘাটে বিজেপির অভিজিৎ?
পল মৈত্র
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২০ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে BJP-র প্রার্থী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গেরুয়া শিবিরে এবারের প্রার্থী কে হচ্ছেন? কোনও চমক থাকছে? সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।
বাম ও তৃণমূলকে টেক্কা দিতে পারে এমন প্রার্থীর পক্ষেই রয়েছে রাজ্য BJP। তবে এই মুহূর্তে সেলেব্রিটি তো বটেই, অন্য কয়েকটি নাম ঘুরছে জেলা BJP-র অন্দরেও। বালুরঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে উঠে আসছে BJP-র রাজ্য সম্পাদিকা দেবশ্রী চৌধুরি থেকে বলিউড গায়ক অভিজিৎ ভট্টাচার্যর নামও।
রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূল তাদের প্রার্থী তালিকা সবার আগে প্রকাশ করেছে। বালুরঘাট কেন্দ্রে অর্পিতা ঘোষকে পুনরায় প্রার্থী করা হয়েছে। আজ বামেরা তাদের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। বালুরঘাটে বাম প্রার্থী হয়েছেন RSP-র রণেন বর্মণ। ঘোষণার আগে থেকেই অবশ্য চারবারের সাংসদ রণেন বর্মণের নাম করে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে।
BJP-র রাজ্য সম্পাদিকা তথা বালুরঘাটের বাসিন্দা দেবশ্রী চৌধুরির নাম উঠে এসেছে। দেবশ্রী দক্ষিণ দিনাজপুরের BJP-র সম্পাদিকা পদে বহুদিন ছিলেন। বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে হারাতে তাঁকে প্রার্থী করার কৌশল BJP নিচ্ছে বলে খবর। আবার বলিউড গায়ক অভিজিৎ ভট্টাচার্যের নামও শোনা যাচ্ছে। পাশাপাশি প্রার্থী তালিকার প্রথম সারিতে রয়েছেন জেলা BJP সভাপতি শুভেন্দু সরকার, উত্তরবঙ্গ জ়োন কনভেনার রথীন বোস, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত মজুমদারসহ একাধিক নেতা।
এবিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের BJP-র কনভেনার নীলাঞ্জন রায় বলেন, "বেশ কিছু নাম গিয়েছে শীর্ষ নেতৃত্বের কাছে। অনেক নাম সামনে তুলে আনছেন কেউ কেউ। কিন্তু দলে ও বাইরে চলা নামগুলি সবটাই জল্পনা। যথা সময়ে রাজ্য কমিটি প্রার্থীর নামগুলি সামনে আনবে।"