শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দীপা দাসমুন্সির দেওয়াল লিখন ইসলামপুর কংগ্রেসের

শঙ্কর গুপ্ত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

উত্তর দিনাজপুর 

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সির সমর্থনে দেওয়াল লিখন শুরু করল ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি।বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের আসন রফা নিয়ে জটিলতা তৈরী হওয়ায় কংগ্রেস কর্মিরা নতুন করে অক্সিজেন পেয়েছে।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সিপিএমের সঙ্গে কংগ্রেসের আসন রফা করার ফলে কংগ্রেস কংগ্রেস কর্মিরা হতাশ।সিপিএম প্রার্থী মহঃ সেলিমের হয়ে প্রচার করতে আপত্তি থাকার কারনে কংগ্রেস ছেড়ে দলে দলে তৃনমূল কংগ্রেস যোগ দান করছে।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী না দিলে কংগ্রেস সংগঠন ধরে রাখা সম্ভব হবে না এটা হাড়েহাড়ে টের পাচ্ছে কংগ্রেস নেতৃত্ব।তৃনমূল কংগ্রেস, বামফ্রন্টের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে।দুই দল প্রচারে নেমে পড়েছে।তাই কংগ্রেস নেতারা আর সময় নষ্ট করতে চাইছে না।দলীয় সিদ্ধান্ত যাই নিক কংগ্রেস কর্মিরা আর বসে থাকতে রাজী নন।আজ থেকে কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সির সমর্থনে প্রচার শুরু করলেন কংগ্রেস কর্মিরা।ইসলামপুর ব্লকের পাটাগড়া রাস্তার ধারে বেশ কয়েকটি দেওয়াল লিখন করে কংগ্রেস কর্মিরা।পাটাগড়া ছাড়াও ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় আরো দেওয়াল লিখন করবেন বলে জানিয়েছেন ব্লক কংগ্রেস সভাপতি হাঁজি মুজাফর।ব্লক সভাপতি অভিযোগ, সিপিএম, তৃনমূল কংগ্রেস যৌথভাবে কংগ্রেসকে ধূলিসাৎ করে দেবার চক্রান্ত করছে।তারা নির্বাচনে আসন রফার পুরোপুরি বিরোধী। তারা সিপিএমের এই আসন রফা মেনে নেবেন না।