বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৩ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার

জলপাইগুড়ি

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাজ্যের ৪২টি লোকসভা আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। নাম ঘোষনা হতেই রাজ্য জুড়ে তৃণমুল ভোট প্রচারে নেমে পড়েছে। বাদ যায়নি জলপাইগুড়িও। শহর ও শহরতলীর এলাকায় বেশিরভাগ দেওয়াল লিখন শুরু হয়ে গেছে৷ তবে প্রার্থীর উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন দলের নেতা কর্মীরা।  
   জলপাইগুড়ি তৃণমূলের লোকসভার প্রার্থী সদ্য প্রাক্তন  বিজয় চন্দ্র বর্মন। এদিন তার সমর্থনে প্রচার ও দেওয়াল লেখননে নেমে পড়ল তৃণমূলের ছাত্র পরিষদ থেকে শুরু করে যুবরাও। শুরু হয়ে গেছে দেওয়াল লিখন, বুথ সভা। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়াল করে সাধারণ মানুষে ঘরে ঘরে গিয়ে প্রচার চালানো শুরু করে দিয়েছে তৃণমূল নেতা কর্মীরা। বিদায়ী সাংসদ বিজয় চন্দ বর্মণ এখন কলকাতা থেকে ফিরেননি। তার আগেই দলের নেতা কর্মীরা শুরু হয়ে গেছে ভোট প্রচার। দেওয়ালে চলছে তৃণমুলের নতুন প্রতীক ছবি অঙ্কন। যুব নেতা লুতফর রহমান বলেন, “ আমরা সময় নষ্ট করতে চাই না। তাই দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। দ্রুত এই কাজ শেষ করে ঘরে ঘরে গিয়ে তৃণমূলের প্রচার চালাব। শুধু তাই নয় বুথ সভাও করা হবে"।