জলপাইগুড়িতে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ
পুষ্প প্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১১ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
জলপাইগুড়ি
লোকসভা নির্বাচনের দিন ঘোষনা হয়ে গেছে। রাজনৈতিক দল গুলি নিজেদের প্রার্থী ঘোষনাও শুরু করে দিয়েছে। অন্যদিক লাঘু হয়েছে নির্বাচনী আচরনবিধি। এলাকা উন্নয়ন মূলক কাজ এই সময় নতুন করে চালু করা যাবে না। পুরসভা কিংবা গ্রামপঞ্চায়েত যদি এই সময় উন্নয়ন মূলক কোন নতুন কাজ শুরু করে তাহলে সেই দফতর নির্বাচনী আচরনবিধি ভঙ্গের মধ্যে পড়বেন। এবার সেই অভিযোগই উঠল জলপাইগুড়ি পাহাড় পুর গ্রামপঞ্চেতের বিরুদ্ধে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দফতর। এছাড়াও রাস্তা তৈরির কাজটি নিগ্ন মানের করার অভিযোগ উঠেছে।
অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতে নতুন রাস্তার কাজের সূচনা হল মঙ্গলবার।
এলাকায় মাজার সরিফ থেকে ধনাই মালি রোড পর্যন্ত প্রায় ৬০০মিটার রাস্তা কাজ শুরু হয়। রাস্তাটি পাঁকা করে তৈরি করা হচ্ছে। এদিন রাস্তায় কাজ শুরু হল স্থানীয়দের মিষ্টি মুখ করিয়ে। শুধু তাই নয় পুজোর আয়োজন করা হয়েছিল।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা জাহিদুল হক বলেন,"আজকেই কাজটি শুরু হয়। খুবই নিম্ন মানের কাজ হচ্ছে। ১৪ ফুট চওরা হবার কথা থাকলেও তা করা হচ্ছে না। যে পরিমান বালি পাথর দেওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না। বিষয়টি জানানো হবে প্রধানকে"।
তৃণমূল পরিচালিত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রাউত বলেন,"আজকে কোন কাজ শুরু করা হয়নি। রাস্তার কাজটি পুরোন কাজ। আমরা ওই এলাকায় লোকসভা নির্বাচনের বৈঠক করেছিলাম। তবে রাস্তার কাজের জন্য যাইনি"। বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ বলেন," ভোট ঘোষনা হয়ে গেলেও কি ভাবে রাস্তার কাজ শুরু করে পাহাড় পুর গ্রাম পঞ্চায়েত। আমরা নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ জানাচ্ছি নির্বাচন কমিশনকে"৷