শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১০ মার্চ ২০১৯ রোববার

অজ সারা দেশের মতো চাঁচলেও পালিত হলো পালস পোলিও দিবস| এই দিন চাঁচোলের প্রত্যেকটা অঙ্গনারী কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সমস্ত শিশুদের দুই ফোটা পোলিও খাওয়ানো হয়| তবে এবছর কোনো টাকা দেওয়া  না হলেও, পোলিও খাওয়ানোর পর,  তিন রকম সবজি বিশিষ্ট খিচুড়ি ও গোটা ডিম্ দেওয়া হয় শিশুদের|

আজ পোলিও দিবসে চাঁচল ১ ব্লকের অঙ্গনা সুপারভাইজার রুবি বিশ্বাস সমস্ত মায়েদের বলেন,পোলিও ড্রপস হিসাবে মারাত্মক রোগ থেকে শিশুকে প্রতিরোধে করা  ও আপনার সন্তানের স্বাস্থ্যের প্রাথমিক ছয়মাস  থেকে পাঁচ বছর খুবই গুরুত্বপূর্ণ।  নবজাতক শিশুদের পোলিও ড্রপ দেওয়া উচিত|

 নিয়মিত টিকা যা 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহ পরে আপনার সন্তানের জন্মের পরে করা হয়। পোলিও নার্ভ বা টিস্যু ক্ষতির কারণে যা কিছু ক্ষেত্রে পদাঘাত করে , শ্বাসকষ্ট সমস্যা এবং এমনকি মৃত্যুর কারণও হয়। জিনাতুন লতিফ নামক এক অঙ্গনারী বলেন,শিশুদের পেশী দুর্বলতা এক জায়গা় থেকে অন্য জায়গায় স্থানান্তরের অক্ষমতা সৃষ্টি করে। পা গুলি প্রথম শরীরের অংশ যা পোলিও দ্বারা প্রভাবিত হয়| কিন্তু ঘাড়, মাথা এবং ডায়াফ্রামও সংক্রামিত হয়। পোলিও সংক্রামিত টিকা মুখের মধ্যে প্রবেশ বা এমনকি দূষিত মাধ্যমে ছড়িয়ে পড়ে| 

সূত্রের খবর, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা অব্দি চাঁচলের সমস্ত অঙ্গনারী কেন্দ্রে শিশুদের পালস পোলিও খাওয়ানো হয়|