রাহুলের সভাস্থলে প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র
সরিফুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার
হরিশ্চন্দ্রপুর,
সামনে সপ্তাহেই হতে পারে ভোটের নির্ঘন্ট। ঠিক সেই সময় রাহুল গান্ধি আসছেন মালদায় ভোট প্রচারে। ১৫ মার্চ আসার কথা থাকলেও ওইদিন আসতে পারছেন না সর্বভরতীয় সভাপতি রাহুল গান্ধি। আসবেন ২৩ মার্চ। এমনটাই খবর দলীয় সূত্রে।আসবেন চাঁচলের কলম বাগান মাঠে। আর সেই করণে সভাস্থল পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম সহ দলের নেতা কর্মীরা। এক প্রশ্নের উত্তরে সোমেন মিত্র বলেন, রায়গঞ্জ ও মুর্শিদাবাদে সিপিআইএম'র সংগঠন দুর্বল। তাই ওই দুটি আসন কংগ্রেসকে ছেড়ে দিলেই ভালো হয়। মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম তথা হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক স্পষ্ট জানান, মৌসম বেনজির নূর কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মানুষ তাকে ক্ষমা করবে না। মানুষই তার জবাব দেবে। উত্তর মালদার লোকসভা আসন একশো শতাংশ জেতার ব্যাপারে আশাবাদী জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম। তবে আমাদের এই জোট মানুষের জোট বলেই আখ্যা দেন প্রদেশ কংগ্রেস।