সিনি ও আইসিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:১৩ এএম, ৯ মার্চ ২০১৯ শনিবার
আন্তর্জাতিক নারী দিবস (আদি নাম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস) প্রতি বছর ৮ মার্চ তারিখে পালিত হয়। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ্য হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন।
বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক রকম। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়।
'সিনি' ও 'আই সি ডিস' এর উদ্যোগে ৮ মার্চ চাঁচলে পালিত হল "বিশ্ব নারী দিবস'।
এই দিন চাঁচলের বেশ কিছু অঙ্গনওয়ারী সেন্টারের " সবলা" গ্রুপের কিশোরী মেয়েরা ও অঙ্গনওয়ারী কর্মীদের নিয়ে পদযাএা করা হয়।
জিন্নাতুন লতিফ নামক এক অঙ্গনারী কর্মী বলেন, নারী দিবস শুধু একদিন পালন করা নয়,
৩৬৫ দিনেই নারী দিবস পালনে আমরা পরিণত করবো আগামীতে|
এই পদযাএায় স্লোগান হিসাবে শোনা যায়
1)কন্যাভ্রুনে হত্যা করা বন্ধ করুন
2)নাড়ি নির্জাতন বন্ধ করতে হবে
3)নাড়ী পুরুষ সমান সমান
4)মেয়ের নাও যত্ন,সমাজ পাবে রত্ন
সূত্রের খবর, পরে মেয়েদেরকে চাইল্ড লাইন এ EPOSURE VISIT এ নিয়ে যাওয়া হয় এবং সেখানে কি কি পরিষেবা রয়েছে তা নিয়ে জানানো হয়।
সবশেষে নারীদের শিক্ষা,স্বাস্থ্য ও নিরাপওার ব্যাপারে অনেক কিছু আলোচনা করা হয়।