চাঁচল - আশাপুর সড়কে প্রানে বাঁচলেন চালক
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:১২ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার
আজ সকাল ১১ টা নাগাদ চাঁচল থেকে কাঠভর্তি ভুডভুডি নিয়ে আসছিলেন এক ব্যক্তি|
তারই মধ্যে কলিগ্রামে এক মাটি বোঝাই টলি ধাক্কা মারে তাই নিয়ন্ত্রণ হারিয়ে ভুডভুডিটি নয়নজুলিতে পরে যায়| সঙ্গে সঙ্গে ছুটে আসেন এলাকাবাসী এবং ভুডভুডি চালক উদ্ধার করেন|
সামান্য আহত হলেও প্রাণে বাঁচেন চালক| তবে টলির ড্রাইভার পলাতক|
স্থানীয় সুত্রে জানাযায়, দরিয়াপুরে একটি পুকুর খননের কাজে যুক্ত আছেন টলির ড্রাইভার|
স্থানীয় বাসিন্দারা বলেন বেপরোওয়া ভাবে দ্রুত গতিতে মাটি বোঝাই করে সড়ক পথে চলতে থাকে টলি গুলো|
প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত| টানা দুঘন্টা পর JCB দিয়ে ভুডভুডিকে উদ্ধার করা হয়|
জানা যায় আহত ভুডভুডি চালক অতিদরিদ্র পরিবারের, মতিহারপুর অঞ্চলের সন্তোষপুর গ্রামের বাসিন্দা|