সভাস্থল বিতর্কে মালদায় সিপিআইএম অবরোধ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০৬:২০ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
মালদা শহরে সভাস্থল নিয়ে প্রশাসনের সঙ্গে সংঘাতের আবহে শনিবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে সিপিআইএম। রথবাড়ি মোড় এলাকায় শুরু হওয়া এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, যুবনেতা শতরূপ ঘোষ-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
দলের অভিযোগ, পূর্বনির্ধারিত বৃন্দাবনী ময়দানে সভার অনুমতি না দিয়ে প্রশাসন শাসক দলের চাপে বিরোধী কর্মসূচিতে বাধা দিচ্ছে। হাইকোর্টের নির্দেশে বিকল্প হিসেবে ওল্ড মালদার মঙ্গলবাড়িতে সভার অনুমতি মিললেও, শহরের মধ্যেই সভার দাবিতে অনড় থাকে সিপিআইএম।
অবরোধের জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
