গাজ়া শান্তি বোর্ডে যোগ পাকিস্তানের, প্রশ্নের মুখে শাহবাজ় সরকার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
গাজ়ায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের বিদেশ দফতরের দাবি, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে সমর্থন জানাতেই এই পদক্ষেপ।
তবে আইনসভায় আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এই অভিযোগে শাহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা।
পাক সেনেটের বিরোধী নেতা আল্লামা রাজা নাসির আব্বাসের মতে, এই সিদ্ধান্ত নৈতিক ও আদর্শগত দিক থেকে প্রশ্নবিদ্ধ।
বিরোধীদের আশঙ্কা, বোর্ডে ট্রাম্প ও আমেরিকার নিরঙ্কুশ প্রভাব থাকলে গাজ়ায় প্যালেস্টাইনিদের প্রশাসনিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে।
লেখক-সাংবাদিক জ়াহিদ হুসেনের মন্তব্য, ট্রাম্পকে খুশি করতেই কি এই তড়িঘড়ি সিদ্ধান্ত—তা ভেবে দেখা উচিত ছিল।
উল্লেখ্য, তিন বছরের সদস্যপদের পাশাপাশি ১০০ কোটি ডলার দিলে স্থায়ী সদস্যপদের প্রস্তাবও রয়েছে এই বোর্ডে।
