সুপ্রিম কোর্টের রায়েই স্বস্তি, এসআইআর বিতর্কে তৃণমূলের দাবি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:২০ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:২০ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
সুপ্রিম কোর্টের রায়ের পর কালিয়াচকে স্বস্তি, এসআইআর হেয়ারিংয়ে নজরদারিতে সাবিনা ইয়াসমিন
: পুষ্প প্রভাত ডেক্স ২০২৬।
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর কালিয়াচক-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ও মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার কালিয়াচক হাই স্কুলে অনুষ্ঠিত এসআইআর (SIR) হেয়ারিং ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।
মন্ত্রী জানান, “আমাদের এলাকায় কোনও বিদেশি ভোটার নেই বলেই আমরা মনে করি। সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হেয়ারিং সম্পন্ন হবে, যাতে একজনও প্রকৃত ভোটারের নাম বাদ না যায়।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কালিয়াচক–১ ব্লকের মোট ১৪টি অঞ্চলে একযোগে এসআইআর হেয়ারিংয়ের কাজ চলছে। এর মধ্যে কালিয়াচক–১ ও আলিনগর অঞ্চল মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত। এদিন হেয়ারিং ক্যাম্পে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তাঁদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকেও গোটা প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
সাবিনা ইয়াসমিনের দাবি, শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্ব সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। হেয়ারিং সংক্রান্ত জটিলতা, নথি সংক্রান্ত সমস্যা বা সাধারণ মানুষের উদ্বেগ—সব ক্ষেত্রেই দলীয় কর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করছেন বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, তিন দিন আগে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যের উত্থাপিত অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে রায় দিয়েছে। তার ফলেই এসআইআর প্রক্রিয়া নিয়ে যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কমেছে।
অন্য রাজনৈতিক দলগুলির সমালোচনা করে তিনি বলেন, তারা কেবল বক্তব্য ও বিবৃতিতেই সীমাবদ্ধ। বাস্তবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তেমনভাবে কাউকে দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন মন্ত্রী।
