এয়ারফোর্স ওয়ানে ত্রুটি, দাভোসে ট্রাম্প
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৩১ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০২:৩১ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার
এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক গোলযোগ, অন্য বিমানে দাভোস গেলেন ট্রাম্প
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাভোস সফরে সাময়িক বিঘ্ন ঘটলেও তা বাতিল হয়নি। সুইৎজ়ারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে মঙ্গলবার রাতে এয়ার ফোর্স ওয়ানে চেপে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মাঝ-আকাশ থেকে বিমানটি ফিরিয়ে আনা হয়।
হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থেই বিমানটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্প-সহ বিমানে থাকা সকলেই সম্পূর্ণ সুরক্ষিত ছিলেন। কোনও ধরনের বিপদের পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানানো হয়েছে।
এই ঘটনার জেরে ট্রাম্পের দাভোস সফর বাতিল হয়নি। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, পরে অন্য একটি বিমানে চেপে প্রেসিডেন্ট দাভোসের উদ্দেশে রওনা হন এবং নির্ধারিত কর্মসূচিতেই অংশ নেবেন। সূত্রের খবর, এয়ার ফোর্স সি-৩২ বিমানে করেই তিনি সুইৎজ়ারল্যান্ডের পথে যাত্রা করেন।
উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বিমানগুলির মধ্যে এয়ার ফোর্স ওয়ান অন্যতম। সামান্য প্রযুক্তিগত সমস্যাও ধরা পড়লে সঙ্গে সঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। ইতিমধ্যেই বিমানটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এই পরিস্থিতিতে দাভোসে ট্রাম্পের বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলের নজর থাকছে। বিশেষ করে গ্রিনল্যান্ড সংক্রান্ত মন্তব্য এবং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে তিনি কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে বিশ্ব।
