সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিয়েতে ভারতীয় পোশাক, বিতর্ক পাকিস্তানে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৬:৩০ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার

লাহোর | ১৮ জানুয়ারি ২০২৬। পুষ্প প্রভাত ডেক্স

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের পৌত্র জুনেদ সফদারের বিয়েতে ভারতীয় দুই নামী ডিজ়াইনারের পোশাক পরা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নওয়াজ় শরিফের কন্যা ও পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ়ের পুত্র জুনেদ সম্প্রতি গাঁটছড়া বাঁধেন শানজ়ে আলি রোহেলের সঙ্গে।

শনিবার লাহোরের জাতি উমরায় নওয়াজ় শরিফের পৈতৃক ভিটেতে বসেছিল বিয়ের আসর। বিয়ের দিনে শানজ়ে পরেছিলেন ভারতীয় ডিজ়াইনার তরুণ তাহিলিয়ানির নকশা করা লাল শাড়ি। তার আগের দিন মেহেন্দি অনুষ্ঠানে তিনি সাজেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজ়াইন করা লেহেঙ্গায়।

বিয়ের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই পাকিস্তানে সমালোচনার ঝড় ওঠে। একাংশের অভিযোগ, দেশের ডিজ়াইনারদের উপেক্ষা করে ভারতীয় ডিজ়াইনারের পোশাক পরা অনুচিত। কেউ কেউ নববধূর দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন। সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রসঙ্গ টেনেও সমালোচনা করা হয়েছে।

তবে সমালোচনার পাশাপাশি শানজ়ের পাশে দাঁড়িয়েছেন অনেকে। তাঁদের বক্তব্য, ব্যক্তিগত অনুষ্ঠানে কী পরবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের ডিসেম্বরে মারিয়াম নওয়াজ় নিজেও এক পারিবারিক অনুষ্ঠানে সব্যসাচীর পোশাক পরেছিলেন, তখনও বিতর্ক তৈরি হয়েছিল।