ইরানে বিক্ষোভে মৃত্যু ১৬,৫০০ ছাড়ালো, অধিকাংশ গুলিবিদ্ধ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৫:০৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার
ইরানে বিক্ষোভে মৃত্যু ১৬,৫০০ ছাড়ালো, অধিকাংশ গুলিবিদ্ধ ও ৩০ বছরের নিচের
কলকাতা, ১৮ জানুয়ারি –
ইরানে বিক্ষোভে মৃতের সংখ্যা কমপক্ষে ১৬,৫০০, আহত প্রায় সাড়ে তিন লক্ষ। প্রত্যক্ষদর্শী চিকিৎসকেরা জানাচ্ছেন, নিহতদের অধিকাংশের বয়স ৩০ বছরের নিচে এবং মাথায় গুলি লেগেছে। আমেরিকার মানবাধিকার সংস্থা (এইচআরএএনএ) যদিও মৃতের সংখ্যা ৩,০৯০ বলেছে, তবে স্থানীয় চিকিৎসকরা সরকারি দমননীতির প্রভাবে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি বলছেন।
চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক আমির পারাস্তা বলেছেন, আটটি বড় চোখের হাসপাতাল এবং ১৬টি জরুরি বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণ করে ১৬,৫০০–১৮,০০০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। শিশু ও অন্তঃসত্ত্বা মহিলারাও এতে আক্রান্ত। প্রায় ৭০০–১,০০০ মানুষ চোখ হারিয়েছেন। ইরানে ইন্টারনেট বন্ধ থাকলেও স্টারলিঙ্কের মাধ্যমে বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন চিকিৎসকরা।
বিক্ষোভ শুরু হয়েছিল মূল্যবৃদ্ধির প্রতিবাদে, পরে তা ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহে পরিণত হয়। সরকার নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তেহরানকে কঠোর পদক্ষেপের জন্য দায়ী করেছেন খামেনেই, তবে পরিস্থিতি সামলাতে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাও।
