ইরান থেকে ভারতীয় প্রত্যাবর্তন প্রস্তুতি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০২:৫৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ইরানে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষিতে সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের ফেরাতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, হিংসাত্মক বিক্ষোভ ও আন্তর্জাতিক উত্তেজনার কারণে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। সেই কারণেই প্রয়োজন হলে বিশেষ বিমানে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।
বিদেশ মন্ত্রকের হিসাব অনুযায়ী, বর্তমানে ছাত্র-সহ ১০ হাজারের বেশি ভারতীয় ইরানে রয়েছেন। অতীতে উপসাগরীয় যুদ্ধ ও ইউক্রেন সংঘর্ষের সময় যেভাবে এয়ারলিফ্ট করা হয়েছিল, ইরানের ক্ষেত্রেও সেই মডেল বিবেচনায় রয়েছে। বেসামরিক ও সামরিক—দু’ধরনের বিমান ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে
একই সঙ্গে ইরানে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে নয়াদিল্লি ও তেহরানে ভারতীয় দূতাবাস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরান সফর এড়াতে বলা হয়েছে। পাশাপাশি পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়ানোয় ইজ়রায়েলে থাকা ভারতীয়দের প্রতিও সতর্ক নজর রাখা হচ্ছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।
