সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ইরানে বিক্ষোভ: নিহত বাড়ল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৪:৩৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

ইরানে মূল্যবৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এখন আয়াতোল্লা আলি খামেনেইকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দুই সপ্তাহে নিহতের সংখ্যা প্রায় ২৪০৩-এ পৌঁছেছে। তেহরান সরকার বন্দি বিক্ষোভকারীদের স্বীকারোক্তি ভিডিও প্রকাশ করেছে, যেখানে অনেককে হাতকড়া পরানো ও মুখ ঝাপসা করা দেখা যাচ্ছে। সরকারের দাবি, ভিডিওতে কিছু ক্লিপে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ দেখানো হয়েছে, আর বিদেশি ষড়যন্ত্রের হুমকিও রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করা হয়েছে। পরিস্থিতি তীব্র হওয়ায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন জানাচ্ছেন এবং