সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

হাইকোর্টে CBI তদন্ত দাবি শুভেন্দুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০১:০০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

:

কলকাতা, ১৩ জানুয়ারি — পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় নিজের কনভয়ের ওপর হামলার অভিযোগ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন করেছেন। তিনি গত শনিবার রাতে তৃণমূল কর্মীদের ‘গ্রুপেটেড আক্রমণে’ তাঁর গাড়ি ভাঙচুর ও ‘প্রাণহানি চেষ্টা’ হওয়া দাবি করে অভিযোগ করেছিলেন, এবং স্থানীয় পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণ দেখিয়ে সংগঠিত ধরনের ঘটনায় কেন্দ্রীয় সরকারীয় তদন্ত সংস্থা তদন্ত করুক, এমনই আবেদন করেছেন। বিচারপতি শুভ্রা ঘোষ মামলার আবেদন দাখিলের অনুমতি দিয়েছেন এবং চলতি সপ্তাহে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভেন্দু তাঁর পর্যায়ে আইনগত প্রক্রিয়ায় মামলা গঠন করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।