সামাজিক কর্মসূচির আবহে জন্মদিন পালন মানুষের পাশে থাকার অঙ্গীকার ট্রাস্টের।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার | আপডেট: ১১:৫৭ এএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার
সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর অন্যতম সদস্য আনারুল শেখ এর ছোট্ট কন্যার জন্মদিন ছিল গতকাল। আর জন্মদিনকে একটু অন্যভাবে পালন করার পরিকল্পনা করেন পিতা আনারুল ও তার পরিবার। তাই আনারুল শেখ এর উদ্যোগে ও সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর পরিচালনায় রাত্রির খাবার এবং শীতকম্বল নিয়ে সাগরদিঘি, আজিমগঞ্জ জংশন ও আজিমগঞ্জ সিটি স্টেশন চত্বরে পৌঁছে যায় ট্রাস্টের সদস্যরা। সেখানে উপস্থিত বহু অভুক্ত মানুষের মধ্যে তুলে দেওয়া হয় খাবার। এছাড়াও এই ঠান্ডায় বহু মানুষই স্টেশন চত্বরে রাত্রি কাটান, হয়তো তাদের পরনে ঠিকঠাক পোশাকও দেখতে পাওয়া যায় না, সেই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করে তাদের হাতে ট্রাস্ট এর পক্ষ থেকে তুলে দেওয়া হয় শীতকম্বলও। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাস্ট এর সম্পাদক ও রক্তযোদ্ধা সঞ্জীব দাস সহ-সম্পাদক সামাদ শেখ সদস্য আনারুল শেখ সহ অন্যান্যরা। সব মিলিয়ে জন্মদিনটি হয়ে ওঠে যেন এক সামাজিক কর্মসূচির মেলা।ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস বলেন" আমরা প্রায়ই এরকম কর্মসূচি করেই থাকি। আগামী দিনেও আমাদের কর্মসূচি গুলো এভাবেই চলতে থাকবে আমরা যতটা পারবো মানুষের পাশে দাঁড়াবো এই প্রতিজ্ঞাই নিয়েছি।"
