পাচারের আগেই পুলিশের জালে ৩০৫ টি মোবাইলসহ ধৃত এক কারবারি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩২ এএম, ৯ নভেম্বর ২০২৫ রোববার | আপডেট: ১০:৩২ এএম, ৯ নভেম্বর ২০২৫ রোববার
সফিকুল ইসলাম,মুর্শিদাবাদ: চোরাই মোবাইল পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করল সামশেরগঞ্জ থানার পুলিশ। থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে চালানো বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন ও ইলেকট্রনিক সামগ্রী। এই ঘটনায় গ্রেফতার হয়েছে এক চোরাই মোবাইল কারবারি। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ হানা দেয় সামশেরগঞ্জের পূর্ব রতনপুর মাঠপাড়া এলাকায়। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৯টি আইফোনসহ মোট ৩০৫টি নামিদামি অ্যান্ড্রয়েড ফোন, পাশাপাশি বেশ কয়েকটি ল্যাপটপ, এটিএম কার্ড, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স ও একাধিক সিম কার্ড। ধৃতের কাছ থেকে একটি নামিদামি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হয়েছে ইবাদুল সেখ (৩৫), মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর বৈরাতি পাড়ার বাসিন্দা। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মোবাইলগুলির মোট বাজারমূল্য ৭৫ থেকে ৮০ লক্ষ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে আকিল সেখ নামে এক ব্যক্তি ওই বাড়িটি ক্রয় করেছিলেন। তবে সেখানে কেউ বসবাস করতেন না। প্রতিবেশীদের দাবি, রাতে প্রায়ই অচেনা ব্যক্তিদের আনাগোনা দেখা যেত।
শনিবার সকালে সাংবাদিক সম্মেলনে ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান,এই অভিযান সামশেরগঞ্জ থানার পুলিশের জন্য এক বড় সাফল্য। ধৃতকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, চোরাই মোবাইলগুলি পাচারের উদ্দেশ্যে এখানে জমা করা হয়েছিল।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। ধৃতকে শনিবার আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানায়। তদন্তে উঠে আসতে পারে চোরাই মোবাইল পাচার চক্রের আরও অনেক অজানা দিক ও একাধিক নাম।
